ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ

অর্ধেক জনবলে অফিস চলা শুরু

প্রকাশিত: ২৩:২০, ২৫ জানুয়ারি ২০২২

অর্ধেক জনবলে অফিস চলা শুরু

বিশেষ প্রতিনিধি ॥ অর্ধেক জনবল নিয়ে চলা শুরু হয়েছে সরকারী-বেসরকারী অফিস পরিচালনার কার্যক্রম। এ লক্ষ্যে সরকারের নির্দেশের পর সোমবার দেশের সকল ব্যাংক-বীমা, আদালতেও অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রীমকোর্ট প্রশাসন। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে নির্দেশনার ওই চিঠি পাঠানো হয়। সরকারের নির্দেশের পাশাপাশি আদালত, ব্যাংক-বীমাও আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে অফিস কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতে বলা হয়, করোনা রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। সকল সরকারী/আধাসরকারী/ স্বায়ত্তশাসিত/ বেসরকারী অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/ কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসএ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন। বাংলাদেশ সুপ্রীমকোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনী নির্দেশনা জারি করবে। ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনার ওই চিঠি পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালাক্রমে (রোস্টারিং) অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে এ সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয় নির্দেশনায়।
×