ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাওড়ে বাঁধের কাজ দ্রুত করার দাবি

প্রকাশিত: ২২:২৭, ২৫ জানুয়ারি ২০২২

হাওড়ে বাঁধের কাজ দ্রুত করার দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ এক মাস পেরিয়ে গেলেও হাওড়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় শঙ্কা জানিয়ে দ্রুত বাঁধের কাজ শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজেনে শহরের দৈনিক সুনামকণ্ঠের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওড় বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, প্রচার সম্পাদক মোঃ আনোয়ারুল হক প্রমুখ। ১৫ চেয়ারম্যানের শপথ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ১৫ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, আশিকুর রহমান ও মামুন খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হুমায়ুন কবির।
×