ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাছে গিয়েও পারলো না বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ১৫:১৪, ২৪ জানুয়ারি ২০২২

কাছে গিয়েও পারলো না বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক ॥ লিগ পর্বের ম্যাচ হলেও প্রেক্ষাপটের কারণে ম্যাচটি হয়ে উঠেছিল ফাইনাল। সেই লড়াইয়ে পেরে উঠল না বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের যাকে নিয়ে ছিল সবচেয়ে বেশি ভয়, সেই চামারি আতাপাত্তুর অলরাউন্ড পারফরম্যান্স গড়ে দিল ব্যবধান। দারুণ জয়ে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা। কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ২২ রানে। টানা তিন ম্যাচে দাপুটে জয় নিয়ে এই ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেখানে বাংলাদেশকে মাড়িয়ে শ্রীলঙ্কার জয়রথ পৌঁছে গেল মূল পর্বে। আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে লঙ্কানরা। বাংলাদেশ পারল না কাছে গিয়েও। টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা কুয়ালা লামপুরে সোমবার ২০ ওভারে তোলে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে কেবল ৫ উইকেট হারালেও করতে পারে মাত্র ১১৪ রান। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)। বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)। ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী। প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু।
×