ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ ভারতে টানা পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত ৩ লাখের বেশি

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ জানুয়ারি ২০২২

করোনা ভাইরাস ॥ ভারতে টানা পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত ৩ লাখের বেশি

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে প্রতিবেশী ভারতে টানা পঞ্চম দিনের মতো তিন লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৬ হাজার জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, এ সংখ্যা আগের দিনের চেয়ে ৮ শতাংশ কম। নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৯৫ লাখে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন এবং সুস্থ হওয়া রোগীর হার ৯৩ দশমিক শূন্য ৭ শতাংশ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের পূর্ণবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ টিকার পূর্ণ ডোজ পেয়েছে আর ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের প্রায় ৫২ শতাংশ করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়েছে। গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে দেশটিতে আরও ৪৩৯ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এতে চলতি মহামারীতে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাস মহামারীর এবারের ঢেউয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের অন্তত ৬০ শতাংশ আংশিক টিকা নেওয়া বা সম্পূর্ণ টিকাবিহীন ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
×