ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

হাইকোর্টের রায় স্থগিত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত: ০১:২৮, ২৪ জানুয়ারি ২০২২

হাইকোর্টের রায় স্থগিত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আপীল বিভাগ। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ৫ বিচারপতির আপীল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। ফলে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স প্রশাসক থাকতে বাধা নেই। ভার্চুয়াল শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এর আগে আপীল বিভাগের চেম্বার কোর্ট হাইকোর্ট রায় স্থগিত করে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
×