ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ দেশ গড়তে মানবসম্পদ তৈরি করছে বিডিইউ ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০১:২১, ২৪ জানুয়ারি ২০২২

সমৃদ্ধ দেশ গড়তে মানবসম্পদ তৈরি করছে বিডিইউ ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেন, পৃথিবীতে ডিজিলাইজেশন আজ অপরিহার্য হয়ে পড়েছে। পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের টিকে থাকতে হলে নিজেকে ও জাতিকে সেভাবে যোগ্য করে তুলতে হবে। বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তোলার সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) স্থাপন করেছেন। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশকে টেকসই করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রূপকল্প ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। তিনি রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি-বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রমুখ।
×