ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবেতর জীবন

পীরগঞ্জে ৫বছর রে ভাতা পায় না গ্রামপুলিশ

প্রকাশিত: ২৩:৪৭, ২৪ জানুয়ারি ২০২২

পীরগঞ্জে ৫বছর রে ভাতা পায় না গ্রামপুলিশ

সংবাদদাতা পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত ৯৩ গ্রাম পুলিশের ৭০ লাখ টাকা ভাতা বকেয়া রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে। জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৯৩ গ্রাম্যপুলিশ প্রতি সপ্তাহে রবিবার পীরগঞ্জ পুলিশ স্টেশনে হাজিরা দিতে আসেন। প্রতি হাজিরা বাবদ ৩০০ টাকা ভাতা ধার্য করে কর্তৃপক্ষ। একজন গ্রাম পুলিশের ১ মাসে চার বার এবং বছরে ৪৮ বার থেকে ৫০ বার পর্যন্ত হাজিরা দিতে হয়। একজন গ্রাম পুলিশের এক বছরে ১৪ হাজার ৪শ’ টাকা ভাতা প্রাপ্য হন। ১ জনের ৫ বছরের বকেয়া ভাতার পরিমাণ ৭২ হাজার টাকা। ৯৩ গ্রাম পুলিশের মোট ৫ বছরের বকেয়া প্রায় ৭০ লাখ টাকা। সরকারী রাজস্ব আয় থেকে ১% হারে গ্রাম পুলিশদের থানায় হাজিরার ভাতার টাকা পরিশোধ করার নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের। এ উপজেলায় রাজস্ব আয় সন্তোষজনক নয় এবং রাজস্ব আয়ের বিশেষ কোন খাত নেই। ফলে গ্রাম্য পুলিশদের থানায় হাজিরা ভাতার টাকা যথাসময়ে পরিশোধ করতে পারছে না উপজেলা প্রশাসন। গত ৫ বছরের ভাতার বকেয়া টাকা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে তারা। বকেয়া ভাতার টাকা পরিশোধ করার কোন বিকল্প উদ্যোগ গ্রহণ করছে না কেউ। ফলে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান, রাজস্ব আয়ের ১% টাকা তাদের পরিশোধ করা হচ্ছে এবং বকেয়া পরিশোধের চেষ্টা চলছে।
×