ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৈনিক জনকণ্ঠ অনলাইন এ খবর প্রকাশে ৩৩ মোবাইল ও টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

ভৈরব থানার এসআইয়ের কারসাজি

প্রকাশিত: ২১:২৬, ২৩ জানুয়ারি ২০২২

ভৈরব থানার এসআইয়ের কারসাজি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরব থানার এসআইয়ের কারসাজিতে ৩৩ মোবাইল ও দেড় লাখ টাকা আত্মসাতের ঘটনায় দৈনিক জনকণ্ঠ অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উদধতন কতৃপক্ষের নজরে আসে। ফলে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিশোরগন্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম/বার) এই তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপুকে। গত শুক্রবার দুপুরে ভৈরব থানার এসআই ইসমাইল শহরের নাটাল মোড়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫৭ টি মোবাইল ও দেড় লাখ টাকাসহ ৪ চোরাচালানীকে আটক করেন। এঘটনায় থানায় মামলা হলে মামলার এজাহারে জব্দ তালিকায় ২২৪ টি মোবাইল ও ৪ জনকে আসামী করা হয়। তারপর আসামীর নিকটআত্মীয়রা জানান, মোবাইল ছিল ২৫৭ ও টাকা ছিল দেড়লাখ। অভিযোগ উঠে টাকা ও ৩৩ টি মোবাইল আত্মসাত করে পুলিশ । অভিযোগ উঠেছে, ঘটনার সময় থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা (পিপিএম) অফিসে না থাকায় পুলিশ পরিদর্শক ( তদন্ত) তারিকুল আলম জুয়েল এই কারসাজির সাথে জড়িত ছিল। তদন্ত কমিটির কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ দীপু জানান, আমি ঘটনাটি প্রাথমিক তদন্ত করতে গিয়ে বুঝতে পারি উদ্ধারকৃত টাকা নিয়ে গলদ রয়েছে। আইনগতভাবে টাকাগুলি যেভাবে দেখানো প্রয়োজন ছিল সেভাবে দেখানো হয়নি। ৯৬ হাজার টাকা আসামীর নিকট থেকে পাওয়া গেলেও ৫৪ হাজার টাকা গায়েবের বিষয়টি তিনি জানতে পারেননি বলে জানান। ৩৩ টি মোবাইল ও টাকার বিষয়টি তদন্ত করে সঠিক রিপোর্ট দিব বলে জানান তিনি।
×