ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে বরখাস্ত শিক্ষকের ষড়যন্ত্রে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রকাশিত: ১৭:৫৫, ২৩ জানুয়ারি ২০২২

সৈয়দপুরে বরখাস্ত শিক্ষকের ষড়যন্ত্রে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী ॥ সৈয়দপুরে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত হওয়া এক শিক্ষকের ষড়যন্ত্রে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে চলেছে। রবিবার (২৩ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বলেন, দায়িত্ব নেয়ার পর বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য বরখাস্ত হওয়া শিক্ষক আমিনুর রহমান ও প্রতিষ্ঠানটির সাময়িক বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মিলে মিথ্যা অভিযোগের চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরন করেন। সাবেক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা চলছে। তিনি ওই মামলায় হাজতও খেটেছেন। মুলত: স্বপদে বহাল থাকতে তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে স্কুলে প্রবেশ করেন। এতে অন্যন্য শিক্ষক ও স্থানীয়রা বাধা দিলে তিনি ফিরে যান। সেই চেষ্টা তিনি এখনও অব্যাহত রেখেছেন। টাকার লোভে এ প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরাতে স্থানীয় কতিপয় ব্যক্তি জোর চেষ্টা চালাচ্ছেন। ওই শারিরিক শিক্ষক বিদ্যালয়ের নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাধিক অপরাধ সংঘঠিত করেছেন। পাঠদানকালে বিনা অপরাধে ছাত্রকে সন্ত্রাসী কায়দায় পেটানো ও স্থানীয় এক নারীর শ্লীলতাহানীর চেষ্টাসহ নানা অপরাধে তাকে লিখিতভাবে সতর্ক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত নেয়া হয়। তারপরেও তিনি অপরাধ মুলক কর্মকান্ড অব্যহত রাখায় ২০১৮ সালের ১৯ জুলাই ম্যানেজিং কমিটি কতৃক সাময়িক বরখাস্ত করা হয়। আতাউর রহমান নামে বিদ্যালয়টির শিক্ষার্থীর এক অভিভাবক জানান, বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে শিক্ষক আমিনুর রহমান উঠে পড়ে লেগেছে। যা কাম্য নয়। এর কারণে পড়ালেখার মান ক্ষতিগ্রস্থ্য হচ্ছ্ েতাই এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এ নিয়ে শিক্ষক আমিনুর রহমান কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াছমিন বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে আদলতে মামলা চলছে। তাঁর স্বপদে বহাল থাকার কোন সুযোগ নাই। আর শরীর চর্চা শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
×