ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথ গেমসের আরও কাছে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ২৩ জানুয়ারি ২০২২

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথ গেমসের আরও কাছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ টানা তৃতীয় জয় নিয়ে কমনওয়েলথ গেমসের মূল পর্বের আরও কাছে পৌঁছেছে বাংলাদেশ। বাছাই পর্বে লাল-সবুজরা ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। ৫ দলের বাছাই পর্ব থেকে মূল পর্বে সুযোগ পাবে একটি দল। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও তিনটি ম্যাচ জিতেছে। এখন সোমবার লঙ্কানদের হারাতে পারলে আগামী জুলাই-আগস্টে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলবে নিগার সুলতানারা। রবিবার কুয়ালালামপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। তার পরেও ২০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং তোপে তারা দাঁড়াতেই পারেনি। ১৭.৩ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৭৭ রান সংগ্রহ করে। ডাবল ফিগারের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন মাত্র দু’জন- ওপেনার সারাহ ব্রাইস (২৯) ও কেটি ম্যাগগিল (২২)। ম্যাকগিল আর ব্রাইস মিলে যোগ করেছেন ৫১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন, সুরাইয়া আমিন, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন রিতু মনি। সহজ লক্ষ্যে খেলতে নামলে প্রথম বলেই শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তার পর অবশ্য আর কোনও বিপদ হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তাদের জুটিবদ্ধ ইনিংসে ১৫.২ ওভারে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছায়। বামহাতি মুর্শিদা ৫৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। যা তার প্রথম ফিফটি। ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। ম্যাচসেরাও হন তিনি। আর ফারজানা ৩৬ বলে অপরাজিত থাকেন ২০ রানে।
×