ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহাথির মোহাম্মদের অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ১৬:০৭, ২৩ জানুয়ারি ২০২২

মাহাথির মোহাম্মদের অবস্থা স্থিতিশীল

অনলাইন ডেস্ক ॥ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার কন্যা ম্যারিনা মাহাথির। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় ৯৬ বছর বয়সী মাহাথিরকে। গত দুইদিন ধরে এই হাসপাতালেই চিকিৎসাধীন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার হাসপাতালে ভর্তির খবর গত শনিবার ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। খবর পেয়ে মাহাথিরকে দেখতে ছুটে যান মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মাহাথিরের মেয়ে বিবৃতিতে জানান, ফলো আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল এবং ভালোভাবে সাড়া দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের পুরোপুরি সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার অনুরোধ জানিয়েছে তার পরিবার। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকদিন হাসপাতালে কাটিয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা।
×