ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোমারে ভ্রাম্যমান আদালতে সাড়ে চার হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬:০০, ২৩ জানুয়ারি ২০২২

ডোমারে ভ্রাম্যমান আদালতে সাড়ে চার হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা শহরের ডাকবাংলো সড়কে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, সড়ক পরিবহন আইন, করোনা ভাইরাস ও ওমিক্রণ সংক্রমণ প্রতিরোধ এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে তিন দোকান মালিকের ১হাজার ৫শ টাকা, সড়ক পরিবহন আইনে চার হোন্ডা মালিকের ২ হাজার টাকা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ আইনে মাস্ক না পড়ায় ৫জনের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান ও ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) কমলেশ চন্দ্র রায়।
×