ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুগন্ধা ট্র্যাজেডি

চার কর্মকর্তার ‘অবহেলা’ পেয়েছে নাগরিক কমিটি

প্রকাশিত: ০১:৪৬, ২৩ জানুয়ারি ২০২২

চার কর্মকর্তার ‘অবহেলা’ পেয়েছে নাগরিক কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় লঞ্চের মালিক, মাস্টার, ইঞ্জিন চালক ছাড়াও সরকারী চার কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে নাগরিক তদন্ত কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লঞ্চে অগ্নিকা- এবং হতাহতের ঘটনায় এ তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয়। নাগরিক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ঘটনার জন্য দায়ী সরকারী চার কর্মকর্তার মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা দুজন। তারা হলেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক (নৌনিট্রা) ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও সদরঘাটের পরিবহন পরিদর্শক দীনেশ দাস। এ ছাড়া নৌ পরিবহন অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান এবং ঢাকার সদরঘাট কার্যালয়ের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মোঃ মাহবুবুর রশীদকে প্রতিবেদনে দায়ী করা হয়েছে। এতে বেআইনী কার্যকলাপের জন্য লঞ্চের চার মালিক হামজালাল শেখ, মোঃ শামীম আহম্মেদ, রাসেল আহম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বানীকে দায়ী করা হয়। এদের মধ্যে ফেরদৌস ছাড়া তিনজন গ্রেফতার হয়েছেন। গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়। দগ্ধ হয় অন্তত ৮০ জন।
×