ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’ আজ

প্রকাশিত: ০০:৫০, ২৩ জানুয়ারি ২০২২

শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’ আজ

স্টাফ রিপোর্টার ॥ দৃষ্টিপাত নাট্যদলের নতুন নাটক ‘সে এক স্বপ্নের রাত’। দলের ২৫তম প্রযোজনার নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। নাটকটি মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ রবিবার সন্ধ্যা ৭টায়। নির্দেশক জানান, দুজন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘সে এক স্বপ্নের রাত’। অর্ণব-বেলার সংসারে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায় এক শিশি সুগন্ধি। বেলা সেটি উপহার হিসেবে পান তার পুরোনো বন্ধু রাসেলের কাছ থেকে। সেটার ঘ্রাণ ঘরে যতই ছড়িয়ে পড়ে, দুজনের মধ্যে ততই দূরত্ব বাড়ে। এভাবেই এগিয়ে যায় গল্পটি। নির্দেশক জানান, সেই সুগন্ধির ঘ্রাণ মিলনায়তনের দর্শকও পাবেন। এমনকি যে কফির মগ হাতে অন্য ভুবনে হারিয়ে যাবেন অভিনেত্রী অধরা প্রিয়া, সেই ঘ্রাণও পাবে দর্শক। এভাবে নাটকের প্রতিটি মুহূর্তের সঙ্গে দর্শককে জড়িয়ে নেয়া হবে। তিনি বলেন, আমরা অনেকদিন পর নতুন এ নাটকটি মঞ্চে আনছি। নাটকে একটি কোরিওগ্রাফি আছে, যার সঙ্গে দর্শকও যুক্ত হয়ে যাবেন। নাটকে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, সাফায়েত, আবদুল হালিম আজিজ, রফিক ও বাচ্চু।
×