ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসআইয়ের বিরুদ্ধে উদ্ধারকৃত মোবাইল ও টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০০:৩৪, ২৩ জানুয়ারি ২০২২

এসআইয়ের বিরুদ্ধে উদ্ধারকৃত মোবাইল ও টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরব থানার এসআই ইসমাইল চোরাচালানিদের কাছ থেকে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ও দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে না এ খবর। এছাড়াও এই পুলিশ অফিসার গ্রেফতারী পরোয়ানার আসামি ধরতে গিয়ে বাসায় আসামি না পেয়ে তার বাসা থেকে ৮ হাজার টাকা জোর করে নিয়ে আসে বলে আরও এক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়। ২২৪টি মোবাইল ফোন জব্দ দেখালেও দেড় লাখ টাকার কথা উল্লেখ করা হয়নি এজাহারে। তবে ইসমাইল এসব কথা অস্বীকার করেন। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা (পিপিএম) এ খবর শুনে হতবাক হন ও টাকার বিষয়টি কিছুই জানে না বলে জানান। এ বিষয়ে এসআই ইসমাইল বলেন, আমি গণনায় ২২৪টি বিদেশী মোবাইল পেয়েছি। বাকি ৩৩ মোবাইলের কথা আমি জানি না। টাকার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কিছু টাকা পেয়েছি যা মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট জমা দিয়েছি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম মোবাইলে জানান, গতরাতে মামলার তদন্তটির দায়িত্ব পেয়েছি। জব্দকৃত ২২৪টি মোবাইল ও ৯৬ হাজার টাকা নগদ পেয়েছি। এজাহারে টাকার কথা উল্লেখ নেই কেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো কিছুই জানি না। ঘটনার তদন্ত করতে গিয়ে বিষয়টি জানব বলে তিনি জানান। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মোবাইলে বলেন, টাকা উদ্ধারের খবর তো আমি জানি না। তিনি পাল্টা প্রশ্ন করেন আপনি এখবর কোথায় পেলেন।
×