ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একসঙ্গে করোনার দুই ডোজ ॥ কাতরাচ্ছে শিশুছাত্রী

প্রকাশিত: ০০:৩৩, ২৩ জানুয়ারি ২০২২

একসঙ্গে করোনার দুই ডোজ ॥ কাতরাচ্ছে শিশুছাত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলায় একসঙ্গে দুই ডোজ করোনার টিকা দেয়ায় যন্ত্রণা ও জ্বরে কাতরাচ্ছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। চতুর্থ শ্রেণীর ছাত্রী হারেছা আক্তার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মুহাম্মদ শফিকের মেয়ে। সে দারুসসুন্নাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত। শনিবার টেকনাফ থানার হ্নীলা ইউপির উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া শুরু হয়। এ সময় শফিকের মেয়ে হারেছাও ওই কেন্দ্রে টিকা নিতে যায়। তখন টিকাকর্মীরা হারেছা আক্তারকে এক সঙ্গে দুই ডোজ টিকা পুশ করে বলে জানা গেছে। ওই শিশুছাত্রীর মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর উঠেছে। যন্ত্রণায় কাতরাচ্ছে। কোন সমস্যা হলে সেটা কর্তৃপক্ষকে দায় নিতে হবে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ডাঃ টিটু চন্দ্র শীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেয়া হয়ছে। এটা কিছুই হবে না। সাইডএফেক্টের কথা জানতে চাইলে তিনি বলেন, কোন সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।
×