ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

প্রকাশিত: ০০:৩৩, ২৩ জানুয়ারি ২০২২

হাতিয়ায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২২ জানুয়ারি ॥ মুখে মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে আসায় ৭টি মামলায় ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে পথচারীদের কাছ থেকে এসব জরিমানা করা হয়। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বানিয়াচংয়ে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ৫০ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ওই উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিজানুর রহমান এবং ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×