ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুলগেরিয়া-রোমানিয়া থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবি ন্যাটোর নাকচ

প্রকাশিত: ০০:১৩, ২৩ জানুয়ারি ২০২২

বুলগেরিয়া-রোমানিয়া থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবি ন্যাটোর নাকচ

ন্যাটো তার পুর্বাঞ্চলীয় সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া থেকে সৈন্য প্রত্যাহারের রুশ দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর আলোচনার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সৈন্য প্রত্যাহারের এ দাবি জানিয়ে ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে। -খবর এএফপির। এ প্রেক্ষিতে ন্যাটোর নারী মুখপাত্র ওয়ানা লুঙ্গেসকো শুক্রবার বলেছেন, ‘ন্যাটো একে অপরকে রক্ষা ও সমর্থনে তার সক্ষমতা পরিত্যাগ করবে না। রুশ দাবির কারণে ন্যাটোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সদস্যপদ তৈরি হবে। এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
×