ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্ন্যুৎপাতের পর চরম খাদ্য সঙ্কটে টোঙ্গা

প্রকাশিত: ০০:১৩, ২৩ জানুয়ারি ২০২২

অগ্ন্যুৎপাতের পর চরম খাদ্য সঙ্কটে টোঙ্গা

মহাসাগরে ভয়াবহ অগ্ন্যুৎপাত এবং সৃষ্ট সুনামিতে বিপর্যস্ত হয়ে পড়েছে টোঙ্গা। প্রাকৃতিক এই দুর্যোগের এক সপ্তাহ পর দেশটিতে চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কটও। দেশটিতে খাদ্যের জন্য যে জরুরী পরিস্থিতি তৈরি হয়েছে সেটি দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র টোঙ্গার মাঠ-ঘাট ছাইয়ে ঢেকে গেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এখনও দেশটির বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা কার্যক্রমও। ডব্লিউএইচওর স্থানীয় লিয়াজোঁ অফিসের কর্মকর্তা ইউতারো সেতোয়া বলেন, আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বহু ফসল ধ্বংস হয়েছে দেশটির। ছোট দ্বীপটিতে জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন। -নিক্কেই এশিয়া
×