ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদেশী কর্মী নিয়োগে বিশেষ কোটা বাতিল করল মালয়েশিয়া

প্রকাশিত: ২৩:৫৮, ২৩ জানুয়ারি ২০২২

বিদেশী কর্মী নিয়োগে বিশেষ কোটা বাতিল করল মালয়েশিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদেশী কর্মী নিয়োগে এখন থেকে আর কোন বিশেষু কোটা ব্যবস্থা থাকবে না বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন বিদেশী কর্মী নিয়োগে স্পেশাল কোটা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নিয়োগকর্তাদের কাছ থেকে আসা প্রত্যেকটি আবেদন এখন থেকে মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হবে। সেখানে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য বিদেশী কর্মী নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হবে। খবর বারনামার। হামজাহ বলেন, লোকজন যাই বলুক না কেন, কোন নিয়োগকর্তা বিদেশী কর্মী নিয়োগ করতে চাইলে তাকে আইন অনুযায়ী কমিটির অনুমোদন নিয়ে নিয়োগ দিতে হবে।
×