ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলার ধান খেয়ে সাবাড় করল বন্য হাতির দল, যাওয়ার সময় তাণ্ডব

প্রকাশিত: ২৩:৫৭, ২৩ জানুয়ারি ২০২২

গোলার ধান খেয়ে সাবাড় করল বন্য হাতির দল, যাওয়ার সময় তাণ্ডব

সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর ॥ কাংশা ইউনিয়নের নাওকুঁচি ও নকশী কোচপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, মন্দির ও গাছপালা। শুক্রবার সন্ধ্যার পর ১৫টি হাতির একটি দল এই তাণ্ডব চালায়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই হাতির একটি দল নাওকুঁচি গ্রামের কাশেম মাস্টারের বাড়িতে ঢুকে ভাংচুর চালায়। এ সময় হাতি ঘরের বেড়া ভেঙ্গে শূঁড় ঢুকিয়ে ঘরের ভেতর গোলায় রাখা সমস্ত ধান খেয়ে সাবাড় করে ফেলে। স্থানীয়দের প্রতিরোধের মুখে ফিরে যাবার সময় কোচপাড়ার উত্তরে শ্মশান মন্দিরে ভাংচুর চালায় এবং একটি টংঘর, ফুটবল মাঠের গোলপোস্ট, ছাপড়া ঘর ও বেশকিছু গাছপালা ভেঙ্গে ফেলে।
×