ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক চেন প্রযুক্তিতে সুষ্ঠু নির্বাচন ॥ জাকের পার্টি

প্রকাশিত: ২৩:৫৪, ২৩ জানুয়ারি ২০২২

ব্লক চেন প্রযুক্তিতে সুষ্ঠু নির্বাচন ॥ জাকের পার্টি

স্টাফ রিপোর্টার ॥ জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল নিরপেক্ষ, বিতর্কমুক্ত এবং হিংসা, হানাহানি বর্জিত সুষ্ঠু নির্বাচন প্রশ্নে ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিং বাস্তাবায়নের সমর্থনে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ব্লক চেইন টেকনোলজি প্রচলিত সব প্রযুক্তির সেরা। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের গতিধারা আরও জোরদার ও গতিশীলকরুণে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাব তুলে ধরেন। শনিবার বিকেলে জাকের পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে তিনি এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, জাকের পার্টির মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারাহ আমীর ফয়সল এবং জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান স্টার্টআপদের জন্য স্টার্টআপ ইক্যুইটি ফান্ড, বয়স্কদের জন্য পেনশন ফান্ড, আয়ের গড় হিসাবের প্রচলিত ধারার অসামঞ্জস্য এবং সঞ্চয়কারীদের সঞ্চয়কে বিনিয়োগের আরও বড় খাত তৈরির অপরিহার্যতা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকের পার্টি চেয়ারম্যান ব্লক চেইন টেকনোলজি সম্পর্কে বলেন, ব্লক চেইন টেকনোলোজির মাধ্যমে ভোটগ্রহণ হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ব্লক চেইন একটি ইংরেজী শব্দ, যার বাংলা আভিধানিক অর্থ ব্লক তৈরি শিকল। এটি প্রধানত, একটি লেনদেনের প্রযুক্তি, যেখানে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির কাছে অর্থ সরাসরি স্থানান্তর করা সম্ভব এবং এ ব্লক চেইন প্রযুক্তি সবচাইতে গতিশীল এবং সুরক্ষিত। এটি এমন একটি প্রযুক্তি, যেখানে কেউ চাইলেই লেনদেনে গরমিল তৈরি করতে পারে না। ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে স্টোর করা এবং ভোটের ডাটাবেজ দেশের সকল নাগরিকদের জন্য উম্মুক্ত করে দিতে হবে। এই পদ্ধতিটি ননহ্যাক্যাবল, বাকি সব পদ্ধতি হ্যাকিং হতে পারে। মোস্তফা আমীর ফয়সল বলেন, ব্লক চেইনের মতো সর্বাধুনিক প্রযুক্তির বাস্তবায়ন এবং ই-ভোটিংয়ের মাধ্যমে ঘরে বসে ভোট প্রদানের প্রস্তাবনা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় আমরা পেশ করি, যা মহামান্য রাষ্ট্রপতির কাছে এ ধরনের সর্বপ্রথম প্রস্তাবনা।
×