ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা দ্বিতীয় হার ঢাকার

প্রকাশিত: ২৩:২৩, ২৩ জানুয়ারি ২০২২

টানা দ্বিতীয় হার ঢাকার

মোঃ মামুন রশীদ ॥ অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের শক্তিশালী মিনিস্টার গ্রুপ ঢাকা। শনিবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৩০ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মেহেদি হাসান মিরাজের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে চট্টগ্রাম। জবাবে তামিম ইকবালের টানা দ্বিতীয় অর্ধশতকের পরও ঢাকা ১৯.৫ ওভারে ১৩১ রানে থামে। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৫ উইকেটে হারে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স আর চট্টগ্রাম ৪ উইকেটে পরাজিত হয় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই ওপেনার কেনার লুইসকে (২) হারায় চট্টগ্রাম। এরপর দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন উইল জ্যাকস ও আফিফ হোসেন ধ্রুব। পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। এরপর ২ বার জীবন ফিরে পাওয়া আফিফ ১২ বলে ১ ছক্কায় ১২ রানে ফিরে যান। ঢাকার ফিল্ডাররা একের পর এক বাজে ফিল্ডিং করেন এবং ক্যাচ ছাড়েন। সেই সুযোগ নিয়ে জ্যাকস ২৪ বলে ৬ চার, ২ ছক্কায় ৪১ রান করে বিদায় নেন। পরে সাব্বির রহমানও ঝড় তোলেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৪ রান যোগ করেন তিনি। মাত্র ১৩ ওভারেই ১০০ রান তুলে ফেলে চট্টগ্রাম। পরবর্তী ৭ ওভারে আর ৬১ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ২৫ বলে ৪ চারে ২৫ রান করে বিদায় নেন মিরাজ। এক ওভার বিরতি দিয়ে সাব্বিরও ১৭ বলে ২ চার, ২ ছক্কায় ২৯ রানে বোল্ড হয়ে যান রুবেল হোসেনের ডেলিভারিতে। শামীম হোসেন ১ ও নাঈম ইসলাম শূন্যতে সাজঘরে ফেরেন। দ্রুতগতিতে উইকেট পতনের ভিড়ে শুধু বেনি হাওয়েল আগের দিনের মতো একাই তা-ব চালিয়ে ১৯ বলে ১ চার, ৩ ছক্কায় ৩৭ করে রান আউট হয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান তোলে চট্টগ্রাম। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রুবেল। জবাব দিতে নেমে ঢাকাকে ভাল সূচনা দেন তামিম ইকবাল ও আফহগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। পাওয়ার প্লে’র ৬ ওভারে তারা যোগ করেন ৪২ রান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ধীরস্থির শাহজাদকে (১২ বলে ৯) সাজঘরে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। তবে তামিম টানা দ্বিতীয় ফিফটি পেয়ে যান ৪২ বলে। তাই লক্ষ্যের দিকে এগোতে থাকে ঢাকা। কিন্তু এদিনও আউট হয়ে যান ফিফটির পরেই। তিনি ৪৫ বলে ৬ চার, ২ ছক্কায় ৫২ করেন। তামিমের বিদায়ের পর ধস নামে ঢাকার ইনিংসে। জহুরুল ইসলাম ১০, নাইম শেখ ৪, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৫ ও আন্দ্রে রাসেল ১২ রানে সাজঘরে ফিরলে ঢাকার জয়ের আশা ম্লান হয়ে যায়। ৯৬ রানে ৬ উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায়। ইসুরু উদানা ৯ বলে ২ ছক্কায় ১৬ রান করেন। দুর্দান্ত বোলিং করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন। স্কোর ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস- ১৬১/৮; ২০ ওভার (জ্যাকস ৪১, হাওয়েল ৩৭, সাব্বির ২৯, মিরাজ ২৫; রুবেল ৩/২৬)। মিনিস্টার গ্রুপ ঢাকা ইনিংস- ১৩১/১০; ১৯.৫ ওভার (তামিম ৫২, উদানা ১৬; শরিফুল ৪/৩৪, নাসুম ৩/৯)। ফল ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩০ রানে জয়ী।
×