ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফনিন্দ্র সরকার

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ বসু

প্রকাশিত: ২১:৩৯, ২৩ জানুয়ারি ২০২২

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ বসু

নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামটি উপমহাদেশের প্রায় সকল মানুষের জানা। কেবল ভারতবর্ষে নয়, সারাবিশ্বেই তার পরিচিতি রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসু আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ও মহান চরিত্রের অধিকারী ছিলেন। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার (বর্তমানে ওড়িশারাজ্য কটকে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত আইন প-িত জানকীনাথ বসু ও প্রভাবতী বসু (দত্ত) দম্পত্তির ১৪ সন্তানের ৯ম সন্তান ছিলেন সুভাষ চন্দ্র বসু। জানকীনাথ বসু ইংরেজ সরকারের আইনজীবী হিসেবে ব্যাপক খ্যাতির অধিকারী ছিলেন। তার সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্যে ব্রিটিশ ভারতীয় নামী দামী স্কুলে পঠনপাঠনের ব্যবস্থা করেন তিনি। সুভাষ চন্দ্রকে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে (বর্তমানে স্টুয়ার্ট স্কুল) ভর্তি করান। জানকীনাথ চেয়েছিলেন তার সন্তানরা যেন ত্রুটিহীন ইংরেজী শিখতে পারে। তবে বসু পরিবারের মাতৃভাষা বাংলার প্রতিও যথেষ্ট অনুরাগ ছিল। বাড়িতে সকলেই কথা বলত বাংলায়। সুভাষ চন্দ্রের মাতা প্রভাবতী বসু বাড়িতে দেবী দুর্গা ও মা কালীর উপাসনা করতেন। মহাভারত ও রামায়ণ থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন। মায়ের কাছ থেকে সুভাষ চন্দ্র বসু উদার ও ¯েœহশীল স্বভাব লাভ করেন। দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি ছিল তার প্রচ- ভালবাসা। ছোটবেলা থেকেই দরিদ্রদের সাহায্যের স্বভাব গড়ে ওঠে তার। অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান সুভাষ বসু শিক্ষার সকল স্তরেই বিস্ময়কর ফললাভ করেন। শিক্ষাজীবন শেষে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সরকারী নিয়োগপত্র পেয়েও বিপ্লবসচেতন দৃষ্টিভঙ্গিতে তা প্রত্যাখ্যান করেন। ইংরেজ শাসকদের শোষণের হাত থেকে ভারতীয়দের মুক্তির লক্ষ্যে তিনি আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন। ভারতীয় জাতীয়তাবাদকে বিকশিত করতে তিনি স্বরাজ পত্রিকায় লেখালেখি শুরু করেন। সেইসঙ্গে বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হয়ে ভারতীয় জাতীয়তাবাদের মূলমন্ত্র প্রচারে দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। ১৯২৪ সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থায় মেয়র নির্বাচিত হন তখন সুভাষ বসু পৌর সংস্থার প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন গুরুর নির্দেশে। ১৯২৫ সালে অন্যান্য জাতীয়তাবাদী নেতার সঙ্গে সুভাষ বসুকেও জেলে যেতে হয়। সুভাষ চন্দ্র বসু ১৯২১ সালে ১৬ জুলাই মাত্র ২৪ বছর বয়সে ইংল্যান্ড থেকে ফিরে ভারতের বোম্বেতে (বর্তমানে বুম্বাই) আসেন। তিনি কংগ্রেস নেতা গান্ধীজীর সঙ্গে সাক্ষাত করেন। ৫১ বছর বয়সী গান্ধী তখন অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। গান্ধীর আন্দোলন ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। গান্ধীকে নানা প্রশ্নবাণে জর্জড়িত করেছিলেন সুভাষ বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীর মতবাদের সঙ্গে সুভাষ চন্দ্র বসু একমত হতে পারেননি। তিনি মনে করতেন গান্ধীর লক্ষ্য ও উদ্দেশ্য অস্পষ্ট। স্বাধীনতা অর্জনে গান্ধীর সুচিন্তিত পরিকল্পনা ছিল না বলেই সুভাষ বসুর ধারণা। গান্ধীর আন্দোলন ছিল অহিংস। অহিংস আন্দোলনে গান্ধী ছিলেন আপোসহীন। সুভাষ বসুর মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোন উপায়ই যুক্তিযুক্ত। আন্দোলনের পরিণতির প্রশ্নে সুভাষ বসুর সঙ্গে গান্ধীর দৃষ্টিভঙ্গির ভিন্নতা দেখা দেয়। গান্ধী অবশ্য সুভাষ বসুর মধ্যে এক উজ্জ্বল সম্ভাবনা দেখতে পান। তিনি তাকে দেশবন্ধু সি আর দাশের পথে পরিচালিত করেন। চিত্তরঞ্জন দাশ ছিলেন গান্ধীর চেয়ে নমনীয়, তবে চরমপন্থার প্রতি অধিক সহানুভূতিশীল। ইংরেজবিরোধী আন্দোলনে সে সময় সুভাষ বসুর মতবাদ ও সিআর দাশের আদর্শ যুব সমাজকে আকৃষ্ট করেছিল। চিত্তরঞ্জন দাশ সুভাষ বসুকে ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান। সুভাষ বসু রাজনীতির পথে হাঁটেন চিত্তরঞ্জন দাশের হাত ধরেই। ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে সুভাষ বসু ২০ বছর সম্পৃক্ত থেকে শীর্ষ নেতৃত্বের আসনও অলঙ্কৃত করেন। কিন্তু তিনি গান্ধীজীর সঙ্গে নিজেকে কখনও খাপ খাওয়াতে পারেননি। উভয়ের বিপরীতমুখী অবস্থানের কারণে গান্ধীর পরামর্শেই তিনি ভিন্ন একটি দল গঠন করেন। ভারতীয় তরুণ যুবাদের নিয়ে ফরোয়ার্ড ব্লক নামে দল গঠন করে আজাদ হিন্দু ফৌজ গড়ে তোলেন। এ সময় তাকে আবার কারাগারে যেতে হয়। তবে কারগারে তাকে বেশিদিন আটকে রাখা সম্ভব হয়নি। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষ চন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করেন। তিনি এ সময় ইউরোপের বিভিন্ন দেশে অধ্যয়নরত ভারতীয় ছাত্র ও ইউরোপীয় রাজনীতিকদের সঙ্গে সাক্ষাত করেন। তিনি সেখান থেকে দলীয় সংগঠন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদ প্রয়োগ পর্যবেক্ষণ করেন। এ অভিজ্ঞতার আলোকে তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশ রচনা করেন। ১৯৩৫ সালে বইটির লেখা সমাপ্ত হলে লন্ডন থেকে তা প্রকাশ হয়। এ বইয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের রূপরেখাসহ নানা বিবরণ রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ করেন। ১৯৩৮ সালে সুভাষ চন্দ্র বসু জাতীয় কংগ্রেস সম্পর্কে তার অভিমত ব্যক্ত করে বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতা লাভ এবং একটি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দ্বিমাত্রিক উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সা¤্রাজ্যবাদবিরোধী ফ্রন্টে সংগঠিত হওয়া উচিত।’ এ সময় তিনি ভারতীয় জাতীয় পর্যায়ে জনপ্রিয় নেতায় পরিণত হন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগসহ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান নেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীন ভারতের অন্তত দুই দশক পর্যন্ত তুরস্কের কামাল আতাতুর্কের অনুরূপ সমাজতান্ত্রিক একনায়কতন্ত্র প্রয়োজন। সুভাষ বসুর ফরোয়ার্ড ব্লক ব্যাপক সাড়া ফেলে দেয় ভারতে। ১৯৪১ সালে সুভাষ বসুকে ইংরেজ সরকার গৃহবন্দী করে। গোয়েন্দা সংস্থা তার বাড়ি নজরদারিতে রাখে। কিন্তু কৌশলে তিনি আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রেখে ছদ্মবেশ ধারণ করেন। এ সময় তিনি কলকাতার এলগিন রোডের বাড়িতে থাকতেন। জার্মানিতে পালিয়ে গিয়ে জার্মান সামরিক গোয়েন্দা সংস্থা আনওয়ের সাহায্যে পেশোয়ার পৌঁছান। সেখানে তিনি আকবর শাহ মোহম্মদ শাহ এবং ভগতরাম তলওয়ারের সঙ্গে সাক্ষাত করেন। তাকে আকবর শাহের বিশ্বস্ত বন্ধু আবেদ খানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১৯৪১ সালে ২৬ জানুয়ারি তিনি আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। যাত্রায় তাকে সাহায্য করেন ফরোয়ার্ড ব্লক নেতা মিঞা আকবর শাহ। শাহ তাকে একটি অভিনব ছদ্মবেশ ধারণের প্রস্তাব দেন। যেহেতু সুভাষ বসু পশতু ভাষার একটি শব্দও জানতেন না, তাই ব্রিটিশদের জন্য কর্মরত পশতু বক্তাদের পক্ষে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব ছিল। এজন্য শাহ তাকে বধির এবং বোবার অভিনয় করার পরামর্শ দেন এবং সেখানকার উপজাতিদের অনুকরণে তাকে দাড়ি বড় করতে হয়। তার পথ প্রদর্শক ভগতরাম তলওয়ার একজন সোভিয়েত গোয়েন্দা ছিলেন। তবে সুভাষ চন্দ্র বসু তা জানতেন না। সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক জীবন ছিল অনেকটাই ছন্নছাড়া। তিনি ছিলেন এক রহস্যময় নেতা। জনশ্রুতি আছে, ইংরেজ শাসক তাকে জেলে রেখেছে; কিন্তু তিনি দিব্যি রাজপথে জনসভায় বক্তৃতা দিচ্ছেন। এ দৃশ্য দেখে সবাই হতবাক। তড়িঘড়ি জেলখানায় গিয়ে দেখা যায় সুভাষ চন্দ্র বসু ঠিকই জেলখানায়। ভারতীয় মানবসমাজের সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে তিনিই ছিলেন একমাত্র প্রথম কাতারের যোদ্ধা। তিনি যখন জার্মানিতে অবস্থান করেন তখন সে দেশের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আজাদ রেডিওর সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতের স্পেশাল ব্যুরোর সঙ্গে যুক্ত হন। তিনি বার্লিনে ফ্রি ইন্ডো সেক্টর প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্য থেকে সৈন্য নিয়ে গড়ে তোলেন ভারতীয় সেনাবাহিনী। অপশক্তির হাতে বন্দী হওয়ার আগে এই সৈন্যরা আফ্রিকায় ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছিল। ভারতীয় বাহিনী শুরুতে ভেরমাখটের (নাৎসী জার্মানির ঐক্যবদ্ধ সামরিক বাহিনী) সঙ্গে সংযুক্ত ছিল। পরে তা ওয়াফেন এস এস বাহিনীর সঙ্গে সংযুক্ত করা হয়। এ বাহিনীর সদস্যরা হিটলার এবং সুভাষ চন্দ্র বসুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। শপথের ভাষা ছিল এরকম- ‘আমি শপথ করে বলছি যে, সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে, ভারতের জন্য যুদ্ধে আমি জার্মান জাতি ও রাষ্ট্রের নেতা এ্যাডলফ হিটলারকে জার্মান সামরিক বাহিনীর নেতা হিসেবে মেনে চলব। তিনি আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে নাৎসীর সৈন্যদের দ্বারা সোভিয়েত ইউনিয়নের মধ্য দিয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করেছিলেন। অনেকেই তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ এ ধরনের আগ্রাসনের পর জার্মানদের সহজে ভারত ছেড়ে যেতে রাজি করানো যেত না। যার ফলে যুদ্ধে অক্ষশক্তির বিজয়ও হতে পারত। এদিকে ৩০০০ ভারতীয় যুদ্ধবন্দী আজাদ হিন্দ ফৌজে যোগদানে সুভাষ চন্দ্র বসু খুশির পরিবর্তে চিন্তিত হয়ে পড়েন। বামপন্থী রাশিয়ার একজন ভক্ত হিসেবে হিটলারের ট্যাঙ্কের সোভিয়েত সীমান্ত অতিক্রম দেখে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। হিটলারের কর্মকা-ের প্রতি তার সন্দেহ সৃষ্টি হয়। তিনি হিটলারের প্রতি আস্থা রাখতে না পেরে জার্মান ইউ-বোটে করে জাপান চলে যান। এর ফলে জার্মানিতে তার সৈন্যরা নেতৃত্বহীন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এমনি অবস্থায় সুভাষ বসুর সৈন্যরা আর দাঁড়াতে পারে না। এদিকে আজাদ হিন্দ ফৌজও ভেঙ্গে দেয়া হয়, অন্যদিকে প্রবাসী জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর নেতৃত্বে পরিচালিত তৎকালীন ভারতীয় স্বাধীনতা লীগের কারণেই ভারতীয় বাহিনীতে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হয়। ১৯৪৩ সালে সুভাষ চন্দ্র বসুর পুনরায় ভারতে আগমনের পর স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটি আবারও পুনরুজ্জীবিত হয়। জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সভায় রাসবিহারী বসু সুভাষ চন্দ্র বসুর হাতে স্বাধীনতা লীগের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। সুভাষ চন্দ্র বসু সেনাবাহিনী পুনর্গঠন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করতে সমর্থ হন। প্রবাসী ভারতীয়রা একই সঙ্গে জাতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়ে আর্থিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করে। আজাদ হিন্দ ফৌজের একটি পৃথক নারী ইউনিট ছিল, যার নাম ঝাঁসি রানী রেজিমেন্ট (রানী লক্ষ্মী বাঈয়ের নামে নামকরণ হয়)। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগলের নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। এটিই এশিয়ার প্রথম। ১৯৪৭ সালে ভারত রক্তপাতহীনভাবে স্বাধীনতা লাভ করে উপমহাদেশ বিভক্তির মধ্য দিয়ে। তবে স্বাধীনতা লাভের ক্ষেত্রে নেতাজী সুভাষ বসুর আন্দোলন-সংগ্রামই কার্যকর ভূমিকা পালন করে। ইংরেজ শাসক ভারত ছেড়ে যেতে বাধ্য হয়। সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত উক্তি তাকে অমর করে রেখেছে- ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ ‘জয় হিন্দ তার ব্যবহৃত একটি স্লেøাগান, যা ভারতীয় রাষ্ট্রীয় স্লোগানের স্বীকৃতি লাভ করেছে। দুর্ভাগ্য হচ্ছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান ঘটে। কারও কারও মতে সুভাষ চন্দ্র জাপানী বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কার্যত কিভাবে তার মৃত্যু হয় তা কারও জানা নেই। সঠিক কোন তথ্য-উপাত্ত না থাকায় তার মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি যদি ১৯৪৭ সাল পর্যন্ত জীবিত এবং সক্রিয় থাকতেন তবে ভারতবর্ষ হয়ত ভাগ হতো না। এ ধারণা অনেকে এখনও পোষণ করেন। গোটা ভারতবাসীকে এক মঞ্চে সন্নিবেশ করার ক্ষমতা ছিল তার। সুভাষ চন্দ্র বসু বাঙালীর গর্ব ও আলোকবর্তিকা। সক্রিয় গোটা ভারতবাসীর আবেগ ও অনুভূতির নাম নেতাজী সুভাষ চন্দ্র বসু। তার জন্মদিনে জানাই অকৃত্রিম লাল সালাম ও ভালবাসা। লেখক : রাজনৈতিক বিশ্লেষক
×