ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরীর চিহ্নিত চার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১৮:১৪, ২২ জানুয়ারি ২০২২

রাজশাহী নগরীর চিহ্নিত চার ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩ টি চাকু ও ১ টি জিআই পাইপ উদ্ধার হয়। শুক্রবার দিবাগত রাতে রামেক হাসপাতালের সীমানা প্রাচীরে ওপার থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, নগরীর বহরমপর ব্যাংক কলোনীর মৃত জয়নাল আবেদিনের ছেলে সিরাজুল ইসলাম সিজার (৩৩), তেরখাদিয়া মধ্যপাড়ার মৃত দুলাল ওরফে হেলালের ছেলে মিজু ওরফে জাকির ওরফে রাজ (২৫), রাজপাড়া গ্রামের রাজু শেখের ছেলে তাইফ হোসেন শফি (১৯) ও কাটাখালী থানার দেওয়ানপাড়ার মৃত আক্কাছ আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৫)। রাজশাহী মহানগর পুলিশ জানায়, এরা নগরীর চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। রাতে তাদের আস্তানা থেকে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
×