ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইগাতীতে ঝিলিক এন্টার প্রাইজের ব্যানারে টিসিবি'র পণ্য বিক্রি

প্রকাশিত: ১৭:১৬, ২২ জানুয়ারি ২০২২

ঝিনাইগাতীতে ঝিলিক এন্টার প্রাইজের ব্যানারে টিসিবি'র পণ্য বিক্রি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর ॥ "টিসিবি'র পণ্য, দামে সাশ্রয়ী, মানে অনন্য" এই ধারাকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে বাণিজ্য মন্ত্রনালয়, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালের পরিচালনায় শেরপুরের ঝিনাইগাতীতে ঝিলিক এন্টারপ্রাইজের ব্যানারে টেডিং কর্পোরেশন অব-বাংলাদেশ এর ভ্রাম্যমান/ট্রাকসেল কার্যক্রমে টিসিবি'র পণ্য বিক্রি করছেন মো. জাকির হোসেন। ২২ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার সদর বাজারের ব্রীজপাড় এলাকায় এসব পণ্য বিক্রি করা হয়। ঝিলিক এন্টার প্রাইজের প্রাপ্ত ১হাজার ৪শত কেজি পণ্য ব্রীজপাড় ও আশপাশ এলাকাতে বিক্রি করা হয়। ঝিলিক এন্টার প্রাইজের সত্বাধিকার মো. জাকির হোসেন জানান, ঝিনাইগাতীতে টিসিবি'র ৬জন ডিলার আছেন। প্রত্যেক ডিলারকে ডিও'র মাধ্যমে ১হাজার ৪শত কেজি পণ্য বরাদ্দ দেয়া হয়। এসব পণ্য নির্ধারিত দামে সয়াবিন তৈল-১১০/-, মশুর ডাল-৬০/-, চিনি-৫৫ এবং পিয়াজ-৩০/- দরে বিক্রি করা হয়। আর এসব পন্যের সব মিলে একটি প্যাকেজ একজনকে দেয়া হয়। উল্লেখ্য যে, প্রত্যেক ডিলার রুটিন মাফিক প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে উপজেলার বিভিন্ন এলাকাতে টিসিবি'র পণ্য বিক্রি করেন।
×