ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবাহনী গিয়ে যা বললেন ক্যাবরেরা...

প্রকাশিত: ২৩:০৭, ২২ জানুয়ারি ২০২২

আবাহনী গিয়ে যা বললেন ক্যাবরেরা...

স্পোর্টস রিপোর্টার ॥ কথা ছিল নতুন কোচ আসামাত্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু করা হবে। তারপর এই মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু এটা হচ্ছে না। কারণ দলের সব খেলোয়াড়ের ডাবল ডোজ কোভিড ভ্যাকসিন নেয়া হয়নি। তাই জাতীয় দলের ক্যাম্প শুরু করা যায়নি। ফলে কাজ নেই নতুন স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরার। কিন্তু তাই বলে ৩৭ বছর বয়সী নতুন কোচকে একেবারে বেকার বসিয়ে রাখতে নারাজ দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাভিয়েরকে নতুন এ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিয়েছে তারা। ইতোমধ্যেই তা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন কোচ। দৌড়ঝাঁপ মানে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সব ক্লাবে একেকদিন এক ক্লাব পরিদর্শন, ক্লাবগুলোর অনুশীলন দেখা, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়া। বাফুফের দেয়া শিডিউল মোতাবেক জাভিয়ের শুক্রবার বিকেলে ধানম-িতে ঢাকা আবাহনী ক্লাবে যান। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে পর্তুগিজ কোচ মারিও লেমোসের অনুশীলন দেখেন তিনি। আবাহনীর কোচিং স্টাফ, ফুটবলারদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই জাভিয়েরের প্রথম আনুষ্ঠানিক কোন পদক্ষেপ। আবাহনী ক্লাবের অবকাঠামো ও অনুশীলন দেখে জাভিয়ের মুগ্ধই হয়েছেন বলে মনে হচ্ছে। কেননা তার কথা শুনে সেটাই মনে হচ্ছে, ‘বাংলাদেশের চ্যাম্পিয়ন একটি ক্লাব পরিদর্শন করতে পেরে ভাল লাগছে। ক্লাবটি বেশ সুন্দর ও অনুশীলন সুবিধাও ভাল। ভাল সময়ই কাটল এখানে এসে।’ তবে ভবিষ্যত শিষ্যদের জন্য বিশেষ কোন টিপস বা পরামর্শ ছিল না, ‘আমি বিশেষ কিছু বলিনি। পরিচিত হলাম, কুশল বিনিময় হলো।’ ফুটবলারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নাকি লক্ষ্য এই কোচের, ‘এই ফুটবলাররাই জাতীয় দলে খেলবে। তাদের সঙ্গে আমার সম্পর্কোন্নয়ন করতে চাই। তাই ক্লাবে ক্লাবে পরিদর্শন খুব ভাল উদ্যোগ।’ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়াকে আগে থেকেই চেনেন জাভিয়ের। জামালের নেতৃত্ব গুণের প্রশংসাও করলেন তিনি, ‘জামাল ভূঁইয়া, তারিক কাজীকে আমি চিনি। বিশেষ করে জামালের নেতৃত্ব গুণ খুবই ভাল।’ বাংলাদেশকে হাই পারফরম্যান্স দলে পরিণত করার ইচ্ছে রয়েছে নতুন কোচের। তিনি বলেন, ‘আমি শূন্য থেকে শুরু করব। একটি দলে বিভিন্ন প্যারামিটার থাকে। সেগুলো ধীরে ধীরে তৈরি করব। হাই পারফরম্যান্স দল গঠনের জন্য মেডিক্যাল, সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ের সমন্বয় প্রয়োজন।’
×