ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা টিকার টার্গেট কমল!

প্রকাশিত: ২২:৫৬, ২২ জানুয়ারি ২০২২

করোনা টিকার টার্গেট কমল!

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১ বছর যাবত অর্থাৎ দেশে করোনার টিকাদান কর্মসূচী শুরুর পর থেকেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলে আসছিলেন, দেশের ৮০শতাংশ মানুষকে টিকা দেয়া হবে। কিন্তু শুক্রবার সাম্প্রতিক করোনার উর্ধগতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি টিকার লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নামিয়ে আনার কথা বলেন। মন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে টিকার টার্গেট কমল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেয়ার কথা বলে এসেছি। তা কিন্তু ৭০ ভাগের মধ্যে। অনেকে বাইরে থাকে। এখন পর্যন্ত আমরা ১৫ কোটি ১০ লাখ মানুষকে টিকা দিয়েছি। হাতে আরও ৯ কোটি ডোজ টিকা রয়েছে। জনসনের টিকাও পেয়েছি। আরও আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমাদের টার্গেট ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া। সাড়ে ১২ কোটি জনগণ, সেটাই মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। এরমধ্যে কোটিখানেক লোক দেশের বাইরে আছে। তারা কিছু টিকা আমাদের এখান থেকে নিয়ে যায় আবার কিছু টিকা বিদেশে নিয়ে থাকে। কাজেই সব মিলিয়ে হিসাব করলে দেখবেন যে সংখ্যা আমরা বলেছি সেটা ঠিক আছে। মন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে আর বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, তাহলে টিকার পরিকল্পনার বাইরে থেকে যাবে ৫ কোটি মানুষ। বিবিএসের হিসাব অনুযায়, দেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। সেই হিসাবে এই জনসংখ্যার ৭০ ভাগ হলো প্রায় ১২ কোটির মতো। সরকার এই ১২ কোটি মানুষকে টিকা দেয়ার কথা বলছে। বাকি ৫ কোটি জনগোষ্ঠীকে টিকার পরিকল্পনার বাইরে রাখার কারণ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোবেদ আমিন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বলেন, এর মধ্যে একটি বড় সংখ্যক জনগোষ্ঠীর বয়স ১২ বছরের কম। এবং করোনার টিকা এখন পর্যন্ত ১২ বছরের নিচে শিশুদের দেয়া হচ্ছে না। ৭০শতাংশ জনগোষ্ঠীর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মানুষ কভার হবে। বাকি থাকবে শিশুরা। তাদের তো এই টিকা দেয়া হচ্ছে না।
×