ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে না রাবি, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:৩৪, ২১ জানুয়ারি ২০২২

বন্ধ হচ্ছে না রাবি, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

রাবি সংবাদদাতা ॥ করোনা প্রার্দুভাবে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের পরিপ্রক্ষিতে আবাসিক হল খোলা রেখে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এই সময়ে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ কঠোর স্বাস্থ্যবিধি মানার সিদ্ধান্তও গৃহীত হয়। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। তিনি জানান, আগামী ৬ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। এসময় অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তবে জরুরি পরিষেবাসমূহ যথারীতি চালু থাকবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। এসময় দাফতরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ এবং ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনলাইন ক্লাসের দাবি জানায় শিক্ষক সমিতি। ইতোমধ্যে সমাজকর্ম, ফিনান্স, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগসহ কয়েকটি বিভাগ অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। বৃহস্পতিবার এক সভায় বিশ^বিদ্যালয়ে সশরীরে ক্লাস অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া। তবে শুক্রবার সরকারি প্রজ্ঞাপন জারি হবার পর সে সিদ্ধান্ত থেকে সরে এসে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
×