ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ২০:২৩, ২১ জানুয়ারি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত রাখার এ ঘোষণা দেওয়া হয়। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব ধরনের স্কুল-কলেজ ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য (৬ ফেব্রুয়ারি পর্যন্ত) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। করোনা ভাইরাসের উদ্বেগজনক বর্তমান পরিস্থিতিতে সরকার শুক্রবার এ ঘোষণা দেয়।
×