ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমেরিকাতে বছরে এক লাখ মিসিং হয় এর দায় কে নেবে? প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৯:৫৯, ২১ জানুয়ারি ২০২২

আমেরিকাতে বছরে এক লাখ মিসিং হয় এর দায় কে নেবে? প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, আমাদের দেশে মিসিং হওয়া মানুষ আবার ফিরে আসে। কিন্তু বড় বড় দেশের মানুষ কথা বলে কিন্তু মিসিং হওয়া মানুষ বের করতে পারে না। বাংলাদেশে গত দশ বছরে ৬’শ জন মিসিং হয়েছে। আর আমেরিকাতে প্রতিবছর ১ লাখ মিসিং হয়। এর দায় দায়িত্ব কে নেবে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়েনের নগদীপুর গ্রামে জিডআই ফাউন্ডেশন কর্তৃক সৈয়দ মনওয়ার আলী আটগ্রাম মহাবিদ্যালয়, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্ডেনসহ তিনটি স্কুল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। র্যাবের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, কিছু লোক দেশের আইন-শৃঙ্খলা পছন্দ করে না। সন্ত্রাস পছন্দ করে এবং ড্রাগস আসক্ত। র্যাব তাদের বিরুদ্ধে অভিযান চালায়। একারণে তারা তাদের র্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। র্যাব কাজে কর্মে অত্যান্ত দক্ষ। বিষয়টি দুঃখজনক, আমেরিকা একতরফা তথ্য পেয়েছে হয়তো আমরা ঠিকমতো জানাইনি। তারা একতরফা তথ্য পেয়েছে। ফলে সব দেশে লয়েন ফোর্স এজেন্টসির দিকে মৃত্যু হয়। আগে বাংলাদেশে বেশি ছিল এখন কম। দুটি ক্ষেত্রে র্যাব অন্যায় করেছিল। সেগুলো জুডিশিয়াল প্রসেসে বিচার হয় এবং তাদের শাস্তি হয়। র্যাব তৈরি করেছে আমেরিকানরা। এতএব আমরা তাদেরকে আহবান জানাবো আপনারা বাংলাদেশে আসেন দেখন, কথা বলেন সত্য ঘটনা উদঘাটন করেন। এরপর বলেন। তথ্যযাচাই বাছাই না করে বড় বড় বিদেশি লোক না জেনে ব্যবস্থা নেয়া ঠিক হয়নি। এসম উপস্থিত ছিলেন, ইউকের ব্যবসা, পর্যটন ও পরিবহন মন্ত্রী বিজয় দারিয়ানী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, ইউকের হাউস অফ কমনস(এলপিসুইচ) সংসদ সদস্য টম হান্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট কাউন্সিলের সিও সামান্থা কোহেল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমন এনামুল কবির ইমন, সৈয়দ মনওয়ার আলী আটগ্রাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনওয়ার আলী ও জিডআই ফাউন্ডেশনের চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ।
×