ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নলকূপের পাইপ দিয়ে বেরোচ্ছে গ্যাস

প্রকাশিত: ১৪:২১, ২১ জানুয়ারি ২০২২

নলকূপের পাইপ দিয়ে বেরোচ্ছে গ্যাস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে গভীর নলকূপ বসানোর সময় শ্রমিকরা পাইপে গ্যাসের সন্ধান পেয়েছেন। নলকূপের পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। শুক্রবার সকালে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নলকূপের মুখে আগুন ধরিয়ে দিলে তা দীর্ঘ সময় জ্বলছে। হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বুধবার রাত থেকে গভীর নলকূপ বসানোর সময় শ্রমিকরা পাইপে গ্যাসের সন্ধান পায়। বিষয়টি সংশ্লিষ্ট গবেষণা দপ্তরের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা না আসা পর্যন্ত জায়গাটি ঘিরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, কোড়ালিয়া গ্রামের ইসরাফিল আকন ধানক্ষেতে সেচ দিতে বুধবার সকালে বাড়ির পাশে শ্রমিক দিয়ে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। ওইদিন রাতে শ্রমিকরা প্রায় ৭০ ফুট পাইপ নামানোর পরও পানির স্তর পাচ্ছিলেন না। তারা আরও গভীরে যাওয়ার জন্য খনন চালাতে থাকেন। কিছুক্ষণ পরই ভূগর্ভ থেকে পানির পরিবর্তে পাইপ দিয়ে গ্যাস বেরোতে শুরু করে। শ্রমিকরা তখন স্থানীয় লোকজনকে ডেকে বিষয়টি দেখান। গন্ধ শুকে তারা গ্যাস বের হওয়ার বিষয়ে নিশ্চিত হন। একপর্যায়ে পাইপের মাথায় দিয়াশলাই দিয়ে আগুন ধরান।
×