ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা (প্রথম পত্র) গল্প : পড়ে পাওয়া নাসরিন হক

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০০:৫৫, ২১ জানুয়ারি ২০২২

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সিধু সব বন্ধুদের কী শুনতে বলেছিল? ক. বৃষ্টির শব্দ খ. মেঘের শব্দ গ. শিলা বৃষ্টির শব্দ ঘ. কাল বৈশাখীর শব্দ উত্তর : খ. মেঘের শব্দ ২. কে বন্ধুদের সকল সংশয় দূর করে দিল? ক. বিধু খ. সিধু গ. বাদল ঘ. লেখক উত্তর : ক. বিধু ৩. লেখক ছাড়া পড়ে পাওয়া গল্পে কয়জন বন্ধুর নাম রয়েছে? ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয় উত্তর : গ. পাঁচ ৪. সবশেষে নদীর ধারের পথ ধরে বাড়ি ফিরছিল কারা? ক. বিধু ও বাদল খ. লেখক ও বাদল গ. বিধু ও তিনু ঘ. বাদল ও সিধু উত্তর : খ. লেখক ও বাদল ৫. বাদল কোনটির সাথে হোঁচট খেল? ক. সাঁই বাবলার ডাল খ. নোনা গাছ গ. তেঁতুল গাছের ডাল ঘ.টিনের বাক্স উত্তর : ঘ.টিনের বাক্স ৬. ডবল টিনের ক্যাশ বাক্সে কারা টাকা কড়ি রাখে? ক. ব্যবসায়ীরা খ. শহুরেরা গ. পাড়া গাঁয়েরা ঘ. ফেরীওয়ালারা উত্তর : গ. পাড়া গাঁয়েরা ৭.টিনের বাক্স হাতে পেয়ে বাদল ও লেখক কোথায় বসে? ক. তেঁতুল তলায় খ. নাট মন্দিরে গ. চাঁপা তলায় ঘ. বাঁশ তলায় উত্তর : ক. তেঁতুল তলায় ৮. কার হাতের লেখা ভাল? ক. বিধু খ. সিধু গ. লেখক ঘ. বাদল উত্তর : ঘ. বাদল ৯. বাক্সের টাকা দিয়ে কী খাওয়ার সিদ্ধান্ত হয়? ক. জিলপি খ. বাতাসা গ. সন্দেশ ঘ. কদমা উত্তর : গ. সন্দেশ ১০. বাদল ও লেখকের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিলো কেন? ক. আম কুড়ানোর আনন্দে খ. টিনের ক্যাশ বাক্স পেয়ে গ. সন্দেশ খাবার আনন্দে ঘ. মেঘের আওয়াজে উত্তর : খ. টিনের ক্যাশ বাক্স পেয়ে ১১. লেখক ও বাদল বাক্সটি কোথায় লুকিয়ে রেখেছিল? ক. তেঁতুল গাছের গুঁড়িতে খ. নাট মন্দিরে গ. বাঁশ বাগানের ঝোপে ঘ. বিচুলি গাদায় উত্তর : ঘ. বিচুলি গাদায় ১২. কোন কারণে লেখক ও বাদল ধার্মিক হয়ে উঠেছিল? ক. বাক্স ফেরত দেবার চিন্তায় খ. সন্দেশ খাওয়ার চিন্তায় গ. তালা ভাঙার চেষ্টায় গ. সবাইকে যে ভাগ না দিতে হয়। উত্তর : ক. বাক্স ফেরত দেবার চিন্তায় ১৩. লেখকদের গুপ্ত মিটিং কোথায় বসেছিল? ক. তেঁতুল তলায় খ. নাট মন্দিরের কোণে গ. বিচুল গাদায় ঘ. নদীর ধারে উত্তর : খ. নাটমন্দিরের কোণে ১৪. ‘বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই’- কেন নেই? ক. সবাই ওকে ভয় পায় খ. সে সবচেয়ে বুদ্ধিমান ও বিবেচক গ. বয়সে সে বড় ঘ. ও সহজ সরল ও হাবাগোবা উত্তর : খ. সে সবচেয়ে বুদ্ধিমান ও বিবেচক ১৫. লেখকদের বন্ধুদের মধ্যে কার বুদ্ধি খুব ভাল? ক. লেখক খ. সিধু গ. বিধু ঘ. বাদল উত্তর : গ. বিধু ১৬. হারানো বিজ্ঞপ্তি লেখা কাগজগুলো বিভিন্ন গাছে কী দিয়ে লাগানো হয়েছিল? ক. কাঠের ফ্রেম খ. বেলের আঠা গ. বাঁশের ফ্রেম ঘ. আটার তৈরি আঠা উত্তর : খ. বেলের আঠা ১৭. বাক্সের মালিকানা দাবি করে লেখকদের কাছে কয়জন এসেছিল? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : ক. দুই ১৮. লেখকের বাবার কাছে একজন কাপালি কেন এসেছিল? ক. সাহায্য চাইতে খ. পটল বেঁচতে গ. খাজনা দিতে ঘ. চাকরির খোঁজে উত্তর : ঘ. চাকরির খোঁজে নিচের উদ্দীপকটি পড়। ১৯ ও ২০ নংপ্রশ্নের উত্তর দাও। অন্তুর মামা ঢাকা থেকে এসে পৌছালে অন্তুর আনন্দের শেষ নেই। আসার পর থেকে অন্তু লক্ষ্য করল ওর ফুর্তিবাজ মামা বেশ দুশ্চিন্তায় আছেন। ট্রেন থেকে নামার সময় ভুলে তিনি অন্যের ব্যাগ নিয়ে এসেছেন এবং ফেরত দেবার কোন উপায় বের করতে পারছেন না। ১৯. অšুÍর মামার সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মিলগত দিক কোনটি? ক. সততা, নৈতিকতা খ. উপস্থিত বুদ্ধি গ. কৌশলগত দিক ঘ. যাচাই বাছাই দক্ষতা উত্তর : ক. সততা, নৈতিকতা ২০. ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোররা অšুÍর মামার চেয়ে এগিয়ে ছিল কোন দিক দিয়ে? ক. বিবেচনাবোধ খ. ঐক্য চেতনা গ. কৌশলগত দিক ঘ. অসহায় এর প্রতি ভালবাসা উত্তর : গ. কৌশলগত দিক ২১.কর্তব্যপরায়ণতার পাশাপাশি ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মধ্যে কোন সুর দেখা যায়? ক. ঐক্য চেতনা খ. সংগ্রামী চেতনা গ. লড়াকু মনোভাব ঘ. খাম খেয়ালিপনা উত্তর : ক. ঐক্য চেতনা ২২.’পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কোন ধরনের রচনা? ক. নাটক খ. গল্প গ. উপন্যাস ঘ. কবিতা উত্তর : গ. উপন্যাস ২৩.‘পড়ে পাওয়া’ গল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিখবেÑ র. কতর্ব্যপরায়ণতা রর. নৈতিক চেতনা ররর. দেশপ্রেম কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ২৪. ‘বিচুলি গাদা’ শব্দের অর্থ কী? ক. এক ধরনের গাঁদা ফুল খ. পাটের খড়ের স্তূপ গ. গমের খড়ের স্তূপ ঘ. ধানের খড়ের স্তূপ উত্তর : ঘ. ধানের খড়ের স্তুপ ২৫. ‘তাঁর মুখ দিয়ে একটি কথাও বেরুল না’- কার মুখ দিয়ে? ক. কাপালি খ. লেখকের বাবা গ. বিধু ঘ. লেখক ও বাদল উত্তর : খ. লেখকের বাবা
×