ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সিভিল সার্জন, বেড়ায় ইউএনও করোনা আক্রান্ত

প্রকাশিত: ০০:০৫, ২১ জানুয়ারি ২০২২

ঝিনাইদহে সিভিল সার্জন, বেড়ায় ইউএনও করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ পাবনায় বেড়া উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ঝিনাইদহে সিভিল সার্জনসহ ৫০ জন করোনা পজিটিভ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা বেড়ে যাওয়ায় বগুড়াকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ সবুর আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামান্য সর্দি-জ্বর নিয়ে বৃহস্পতিবার তিনি বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। করোনা প্রতিরোধে ধারাবাহিকভাবে দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজ নেয়ার জন্য প্রস্তুত ছিলেন। এছাড়া গত দশ দিনে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং দুইজন সেবিকাসহ ২৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত জানান, তিনি বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। র‌্যাপিড টেস্টে করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ঝিনাইদহ ॥ বৃহস্পতিবার সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথসহ ৫০ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া খায়রুন্নেছা (৭০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। জানা গেছে, এ জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্ট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এজন্য সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। বগুড়া ॥ করোনা বেড়ে যাওয়ায় বগুড়াকে রেড জোন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়ায় ৩১৪ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার পর ১৩৭ জনকে করোনার জীবাণুবাহী শনাক্ত করা হয়েছে। গাইবান্ধা ॥ জেলা শহরের মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
×