ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মায়ের কবরে চিরনিদ্রায় আনোয়ার হোসেন

প্রকাশিত: ০০:০২, ২১ জানুয়ারি ২০২২

মায়ের কবরে চিরনিদ্রায় আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার ॥ তার প্রয়াণের মাধ্যমে একটি অধ্যায়ের অবসান ঘটল। তার ভাবনা থেকেই দেশের পাঠক পেয়েছিল মাসুদ রানা নামের গুপ্তচর সিরিজের ঠিকানা। তিনি মাসুদ রানা ও কুয়াশার ¯্রষ্টা এবং সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন। চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত এই লেখক। বৃহস্পতিবার বাদ আসর বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। এর আগে সেগুনবাগিচা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল চারটা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান কাজী আনোয়ার হোসেন। এর পর থেকে তার মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল দশটায় তার মরদেহ নিয়ে আসা হয় তার সেগুনবাগিচার বাসভবনে। শেষবারের মতো কাজী আনোয়ার হোসেনকে শ্রদ্ধা জানাতে সেখানে তার মরদেহ আনার পর পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসী, পাঠক-ভক্তরা ভিড় জমান সেখানে। লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে আক্ষেপ করলেন তার পাঠক, শুভানুধ্যায়ী ও স্বজনরা। লেখক হিসেবে কাজী আনোয়ার হোসেনের রাষ্ট্রীয় কোন স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ ঝরেছে তাদের কণ্ঠে। তারা বললেন, রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও পাঠকের ভালোবাসাই তার সারাজীবনের কর্মের অর্জন। কাজী আনোয়ার হোসেনকে শ্রদ্ধা জানাতে আসেন তার শ্যালিকা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রদ্ধা জানাতে আসেন সেবা প্রকাশনীর স্বনামধন্য লেখক নিয়াজ মোরশেদ। তিনি বলেন, এ দেশের পাঠক সৃষ্টিতে অনন্য ভূমিকা রেখেছিলেন কাজী আনোয়ার হোসেন। হুমায়ূন আহমেদের আগেই তিনি এ দেশে বই পড়ার পথটি তৈরি করেছিলেন। এমনকি, জেলায় জেলায় নিজের গাড়িতে চড়ে মাইকিং করে বই বিক্রি করেছিলেন। সেগুনবাগিচার বাসভবনে ছেলে কাজী শাহনূর হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা একজন যোদ্ধা মানুষ ছিলেন। সব সময় সাহস নিয়ে বেঁচেছেন। তিনি পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করতেন। কাজী আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় কোন স্বীকৃতি না দেয়ায় আক্ষেপ করে তার চাচাত ভাই কাজী রওনাক হোসেন বলেন, অনেক অযোগ্য লেখক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। কিন্তু কাজী আনোয়ার হোসেন যিনি এ দেশের কিশোর-তরুণদের বই পড়তে উদ্বুদ্ধ করে অবক্ষয় থেকে মুক্ত রেখেছিলেন, সেই তিনি লেখক হিসেবে কোন রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। এটা আমাদের কষ্ট দেয়। এদিকে, কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ ছাড়াও শোক জানিয়ে বাণী দিয়েছে বাংলা একাডেমি।
×