ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ২৩:১৯, ২১ জানুয়ারি ২০২২

ঝলক

গলে গেছে দানব হিমশৈল বিশ্বে দানব হিমশৈল হিসেবে পরিচিত হিমশৈল ‘এ-৬৮’ পানিতে গলে গেছে। এটির আকার ছিল প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার। গবেষকরা বলছেন, হিমশৈলটি দিনে দেড়শ’ কোটি টনের বেশি পানি সুমদ্রে যোগ করেছে। ২০১৭ সালে বরফরাজ্য এ্যান্টার্কটিকা থেকে ভেঙ্গে বেরিয়ে যাওয়ার সময় ‘এ-৬৮’র আয়তন ছিল প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার। কিন্তু ২০২১ সালের প্রথমদিকে একে আর দেখা যায়নি। তার মানে পুরো এক লাখ কোটি টন বরফ গলে পানিতে মিশেছে। গবেষকরা এখন পরিবেশের ওপর এর প্রভাব পরিমাপ করার চেষ্টা করছেন। ব্রিটেনের লিডস ভার্সিটির নেতৃত্বে একটি গবেষক দল এই হিমশৈলের পরিবর্তনশীল চেহারা ও প্রভাব বুঝতে সব স্যাটেলাইট ডেটা নিয়ে হিসাব কষছেন। এতে করে গবেষক দলটি এই মেগাবার্গের সাড়ে তিন বছরের জীবনকালে এর গলে যাওয়ার বিভিন্ন হারের মূল্যায়ন করার চেষ্টায় রয়েছেন। আশঙ্কা করা হয়েছিল, সুবিশাল বরফখণ্ডটি আশপাশের সাগরের অগভীর অঞ্চলে আটকে যেতে পারে। কিন্তু তা ঘটেনি। বরং দ্রুত গলে পানিতে মিশেছে। ২০২১ সালের এপ্রিলের মধ্যে ‘এ-৬৮’ অসংখ্য ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উঞ্চতা বৃদ্ধির কারণে হিমশৈলটি গলে যেতে পারে। তবে এ নিয়ে বিশদ গবেষণা প্রয়োজন।- বিবিসি অবলম্বনে সবচেয়ে বড় চুলের বল বিশ্বের সবচেয়ে বড় চুলের বল তৈরি করে আলোচনায় এসেছেন স্টিভ ওয়ার্ডেন নামের এক মার্কিন নরসুন্দর। তার বিশাল সেলুনে চুল কাটাতে আসা লোকজনের চুল জোগাড় করে তিনি এটি তৈরি করেছেন। বলটির ওজন ১২০ কেজি। খবরে বলা হয়েছে, স্টিভ তার সেলুনের পাশেই আরেকটি কক্ষে এই বল বানানোর জন্য স্টুডিও তৈরি করেন। হার্ডওয়ারের দোকান থেকে বিভিন্ন ধরনের আঁঠা কিনে এনে চুলের বলটি বানাতে শুরু করেন তিনি। স্টিভ এই বলের নাম দিয়েছেন ‘হোস’। বলটি নিয়ে ওই নরসুন্দর সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে উপস্থিত হন। এর পর গিনেস বুক কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে বড় চুলের বলের স্বীকৃতি দেয়। সবাই স্টিভ ওয়ার্ডেনের ধৈর্যও সৌন্দর্য সচেতনতার প্রশংসা করছেন।- সিএনএন অবলম্বনে
×