ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পোষাক শ্রমিক এক নারীর

প্রকাশিত: ২১:২৪, ২০ জানুয়ারি ২০২২

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পোষাক শ্রমিক এক নারীর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় নীলফামারী শহরের প্রধান সড়কের কালিবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো নুর নাহার মায়া(৩৫) নামের এক পোষাক শ্রমিক। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয় ওই নারীর দেবর ফরিদ আহমেদ (৩০)। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মায়া সদর উপজেলার চওড়াগাছা ইউনিয়নের ভাঙ্গামালি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ও দুই সন্তানের জননী। এলাকাবাসী ধাওয়া করে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৫৫০৬) আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নুর নাহার ঢাকার একটি তৈরী পোষাক কারখানারশ্রমিক। গত এক সপ্তাহের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার রাত সারে ৮টার কোচে তিনি ঢাকা যাওয়ার জন্য দেবর সহ মোটর সাইকেলে জেলা শহরের কোচ কাউন্টারে আসছিলেন। শহরের কালিবাড়ি মোড়ে তাদের মটরসাইকেলকে ওভারটেক করার সময় পাটবোঝাই ট্রাকটির সাথে তাদের ধাক্কা লাগলে নুর নাহার মায়া মটরসাইকেল থেকে ছিটকে পরে ট্রাকের পেছনের চাকা পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ভাগ্যক্রমে দেবর ফরিদ বেঁেচ গেলেও সে গুরুত্বর আহত হয়। নীলফামারী থানার ওসি আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত ফরিদকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে।
×