ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাণে রক্ষা পেলেও কয়েক যাত্রী আহত

শ্রীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত

প্রকাশিত: ১৮:২৯, ২০ জানুয়ারি ২০২২

শ্রীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি বৃহষ্পতিবার লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা। তবে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েক যাত্রী আহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও দূর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করতে পারেনি উদ্ধারকর্মীরা। রেলওয়ের শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, বৃহষ্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ যাচ্ছিল মহুয়া এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে যাবার পর বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কাওরাইদ স্টেশনে প্রবেশ করছিল। ওই স্টেশনে প্রবেশের পরপরই স্টেশন ইয়ার্ড এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন। তিনি জানান, ঘটনার সময় কাওরাইদ স্টেশন ইয়ার্ড এলাকার ২নং মেইন লাইনের নীচের কাঠের স্লিপার সরিয়ে মেরামতের কাজ করছিলেন মেরামতকারীরা (গ্যাং সদস্যরা)। তারা বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন নি। স্টেশন মাস্টারকে অবহিত না করায় তিনি মহুয়া এক্সপ্রেস ট্রেনকে ওই লাইনে প্রবেশের অনুমতি দিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন নিয়ে দূর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগি দুইটিকে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসেন। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও দূর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করা সম্ভব হয় নি। তবে উদ্ধার কাজ অব্যহত আছে। এ ঘটনার পর লুপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
×