ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ

প্রকাশিত: ১১:২৫, ২০ জানুয়ারি ২০২২

এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ

অনলাইন ডেস্ক ॥ দেশে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২২৮ শতাংশ বেড়েছে। গত ১২ থেকে ১৮ জানুয়ারি কভিডের নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে। পরীক্ষার সংখ্যা বাড়লে এই হিসাবে তারতম্য হতে পারত। গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম গতকাল বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে ঢাকা ও রাঙামাটির পর আরো ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
×