ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে অনলাইনে ক্লাস চালু রাখার দাবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০১:৪২, ২০ জানুয়ারি ২০২২

রাবিতে অনলাইনে ক্লাস চালু রাখার দাবি শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চলমান করোনা ভাইরাসের ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে অনলাইনে ক্লাস চালু রাখারও দাবি করেন তারা। চলমান পরিস্থিতিতে রাবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা থেকে এসব দাবি জানানো হয়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন বিভাগে ইতোমধ্যে নতুন বর্ষের ক্লাসও শুরু হয়েছে। এর পাশাপাশি অনেক বিভাগে পরীক্ষাও চলছে। করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও অনেকের মধ্যেই এখনও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষ্যণীয়। এই পরিস্থিতিতে রাবি শিক্ষকসমিতি জরুরী সভা আহ্বান করা হয়। সভায় চারটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানান। তাদের প্রস্তাবগুলোর অন্যতম হলো চলমান সকল ধরনের ক্লাস স্বশরীর গ্রহণের পরিবর্তে যত দ্রুত সম্ভব অনলাইনে গ্রহণের ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপ করতে হবে। বুধবার শিক্ষকসমিতির নেতৃবৃন্দ এসব প্রস্তাব লিখিতভাবে রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে হস্তান্তর করেন। খুবির শিক্ষা কার্যক্রম সশরীরেই স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কোভিড-১৯ পরিস্থিতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষাকার্যক্রম নিয়ে বুধবার বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় চলমান কোভিড পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত সশরীরে চালু রাখা, একই সঙ্গে অনলাইনের প্রস্তুতি এবং প্রয়োজনে মিক্সড পদ্ধতি অনুসরণের সম্ভাব্য দিকেও তিনি আলোকপাত করা হয়। কোভিড পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে উপাচার্য বেশকিছু দিকনির্দেশনা দেন। এ বিশ্ববিদ্যালয়ের যদি কোন শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ না করে থাকে, তাহলে তাদের খুঁজে বের করে তালিকা প্রণয়ন এবং বিশেষ ব্যবস্থায় টিকা গ্রহণে সুযোগ করে দিতে নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক প্রভোস্টবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার চৌকিদার পাড়ায় কাঠুরে যুবক নরেশ চন্দ্র গাছ কেটে নামানোর সময় গাছের ডাল চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে নরেশ চন্দ্র (২৬) শহরের খলিলগঞ্জ চৌকিদার পাড়ায় গাছ কাটা শেষে কয়েকজন মিলে ডাল নিচে নামাচ্ছিল। হঠাৎ করে একটি কাটা ডাল গাছের ওপর থেকে তার বুকের ওপর পড়ে গুরুতর অসুস্থ হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নরেশের বাড়ি রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের বাজেমুজরাই গ্রামে।
×