ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চিকিৎসায় চরম অবহেলা

ফরিদপুরে জামায়াত নেতাদের হাসপাতাল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০১:২৭, ২০ জানুয়ারি ২০২২

ফরিদপুরে জামায়াত নেতাদের হাসপাতাল বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের ডান হাতের কুনইয়ের হাড়ের জয়েন্ট ছুটিয়ে ফেলার অভিযোগ পাওয়ার পর ফরিদপুরের বেসরকারী আরামবাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে এ আদেশ দেন ফরিদপুরের সিভিল সার্জন মোঃ ছিদ্দীকুর রহমান। আরামবাগ হাসপাতালটি ফরিদপুরের ’৭১’র ঘাতক-দালালদের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুত তাওয়াব জামায়াতের সাবেক জেলা আমির। তিনি ২০১৮ সালে সংসদ নির্বাচনে জামায়াতের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই হাসপাতালের পরিচালনা বোর্ডের সকল সদস্যই এবং এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্য সকল প্রতিষ্ঠানে কর্মরতরা জামায়াতের নেতাকর্মী। প্রতিষ্ঠানের আয় দ্বারা জামায়াতের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।
×