ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজেট থাকলেও জবিতে মানসম্মত গবেষণা নেই

প্রকাশিত: ০১:১৪, ২০ জানুয়ারি ২০২২

বাজেট থাকলেও জবিতে মানসম্মত গবেষণা নেই

জবি সংবাদদাতা ॥ রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি অর্থবছরে গবেষণা খাতে খরচের জন্য বাজেট দেয়া হলেও মানসম্মত গবেষণা নেই। ফলে গবেষণায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে জবি। বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংশ্লিষ্ট যন্ত্রপাতি, রিসার্চ ল্যাব, অবকাঠামোগত সঙ্কট, ফান্ডের সমস্যার কারণে ছাত্র-শিক্ষকরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। যদিও নতুন উপাচার্য গবেষণায় জোর দেয়ার লক্ষ্য নিয়ে বেশ উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেছেন। গবেষকরা জানান, বিশ্ববিদ্যালয়ে মৌলিক গবেষণার সংস্কৃতি চালু করতে পারলে গবেষণা মান উন্নত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, গবেষণার প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেগুলো পর্যালোচনা করছেন। আমরা আশাবাদী মানসম্মত গবেষণা হবে এবার। জবির টিএসসি নতুন রূপে গড়ে তোলা হবে ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে বন্ধ হওয়া জবির টিএসসি নতুন রূপে গড়ে তোলা হবে। সেখানে সকল সাধারণ শিক্ষার্থীর জন্য থাকবে মনোরম পরিবেশে বসার ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বহিরাগতদের প্রবেশেও থাকবে নিষেধাজ্ঞা। থাকবে সুনির্দিষ্ট দোকান। বুধবার জবি ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী জনকণ্ঠকে এসব তথ্য জানান। জবি ছাত্রলীগের সভাপতি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে নতুন করে গড়ার প্রচেষ্টা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। টিএসসিকে সুন্দর ও পরিচ্ছন্ন করে সাজানো হবে। সুনির্দিষ্ট দোকান থাকবে, থাকবে শিক্ষক-শিক্ষার্থীর জন্য মনোরম বসার জায়গা। জানা যায়, এর আগে টিএসসিতে ছিল চা, ভাজাপোড়া, ভাত-মাছের দোকানসহ মোট ২২টি দোকান।
×