ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিতর্কিত ই-কমার্স

কিউকম ডটকমের ৭ হাজার গ্রাহক টাকা ফেরত পাচ্ছেন

প্রকাশিত: ০১:০২, ২০ জানুয়ারি ২০২২

কিউকম ডটকমের ৭ হাজার গ্রাহক টাকা ফেরত পাচ্ছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের প্রায় ৭ হাজার গ্রাহক ৫৯ কোটি টাকা ফেরত পেতে যাচ্ছেন। আগামী সপ্তাহে বাণিজ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ২০ জনকে অর্থফেরত দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। ছয় হাজার ৭২১ জন গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরতের বিষয়ে একমত পোষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে কিউকম ও তাদের পেমেন্ট গেটওয়ে ফস্টার। জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্লিয়ারেন্স অনুযায়ী কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হবে। প্রথমে ২০ জনকে টাকা ফেরতের আনুষ্ঠানিকতার পরই বাকি ছয় হাজার ৭০১ জনের টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে। বাকিদের টাকা তালিকা অনুযায়ী পরিশোধ করা হবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।
×