ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০০:৪৮, ২০ জানুয়ারি ২০২২

সংক্ষিপ্ত সংবাদ

হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মীর মুক্তি চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী এডওয়ার্ড লেউং চার বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। লেউং নিজেকে হংকংয়ের বলে দাবি করেন। হংকংয়ের গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ২০১৬ সালের গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের সময় একজন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং সহিংসতা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আটকের পর ২০১৮ সালে তাকে ছয় বছরের সাজা দেওয়া হয়। বুধবার ভালো ব্যবহারের জন্য চার বছরের সাজা খাটার পর মুক্তি পেলেন এডওয়ার্ড। ভোর ৩টার দিকে লানতাউ দ্বীপের শেক পিক কারাগার থেকে বের হন তিনি। মুক্তির পর ৩০ বছর বয়সী লেউং এক প্রতিক্রিয়ায় বলেছেন, গত চার বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। -ব্লুমবার্গ ভিডিও গেম কোম্পানি কিনছে মাইক্রোসফট ভিডিও গেম কোম্পানি কিনতে যাচ্ছে মাইক্রোসফট। ছয় হাজার ৮৭০ কোটি ডলারে এ্যাক্টিভিশন ব্লিজার্ড নামের কোম্পানিটি কিনবে যুক্তরাষ্ট্রের এ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মঙ্গলবার নগদ চুক্তিরভিত্তিতে এটি কেনার ঘোষণা দেয় বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট। জানা গেছে, এ্যাক্টিভিশন ব্লিজার্ডের ওয়্যারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে টেনসেন্ট ও সনির পরে তৃতীয় বৃহত্তম গেমিং কোম্পানিতে পরিণত হবে তারা। তবে এ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিতর্কিত নির্বাহী প্রধান ববি কোটিক দায়িত্ব চালিয়ে যাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিটি নিয়ন্ত্রক পর্যালোচনা ও এ্যাক্টিভিশন ব্লিজার্ড শেয়ারহোল্ডারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হতে পারে। - সিএনএন/সিএনবিসি বিজেপিতে যোগ দিলেন অখিলেশের ভাইয়ের স্ত্রী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী অপর্না যাদব বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার তার এই যোগদান উত্তর প্রদেশের নির্বাচেনের মাত্র কয়েক সপ্তাহ আগে সমাজবাদী পার্টির জন্য ধাক্কা বলে মনে করছেন অনেকেই। অখিলেশ যাদবের ছোট ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্না যাদব। প্রতীক যাদব সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়াম সিং যাদবের সবচেয়ে ছোট ছেলে। বিজেপি নেতারা অপর্না যাদবকে স্বাগত জানিয়ে তাকে ‘মুলায়াম সিং এর পুত্রবধূ’ আখ্যা দিয়েছেন। দিল্লিতে বিজেপির স্কার্ফ পরে অপর্না যাদব বলেন, ‘আমি সব সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। এখন আমি দেশের ভালো করার চেষ্টা করতে চাই। আমি সব সময় বিজেপির প্রকল্পগুলোতে অনুপ্রেরণা পেয়েছি, দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’ -এনডিটিভি আদালতে গণহত্যাকারীর নাৎসি স্যালুট নরওয়ের গণহত্যাকারী আন্দেস বেইরিং ব্রাইভিক তার প্যারোলের শুনানিতে আদালতে হাজির হয়ে নাৎসি স্যালুট দিয়েছেন। এক দশকেরও বেশি সময় কারাগারে থাকার পর তাকে মুক্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নরওয়ের একটি আদালতে শুনানি শুরু হয়েছে।উগ্র ডানপন্থি ব্রাইভিক ২০১১ সালের জুলাইয়ে ৭৭ জনকে হত্যা করেছিলেন। এটি শান্তিপূর্ণ সময়ে নরওয়েতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনা। রাজধানী ওসলোতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৮ জনকে হত্যার পর দেশটির লেবার পার্টির ইয়ুথ ক্যাম্পে গিয়ে আরও ৬৯ জনকে হত্যা করেন যাদের অধিকাংশই কিশোর বয়সী। এক প্রতিবেদনে জানা যায়, কালো স্যুট পরা মাথা মুড়ানো ব্রাইভিক আদালতে প্রবেশ করেই হাতের আঙুল দিয়ে বর্ণবাদী চিহ্ন আঁকেন তারপর তার উগ্র-ডান চরমপন্থি আদর্শ প্রকাশ করতে ডান হাত তুলে নাৎসি স্যালুট দেন। -রয়টার্স
×