ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ২৩:৪২, ২০ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে বিবদমান দুই গ্রুপের মধ্যে বুধবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় শরিফুল ইসলাম ইয়ারমিন মোল্লা (৩৫) নামে একজন নিহত এবং ৫ জন পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নিহত ইয়ারমিন মোল্লা একই গ্রামের ইউনুস মোল্লার ছেলে। আহতদের মধ্যে খলিল মোল্লা (৫০), জলিল (৪৫), রশিদ (৬৫), সাইফুল মোল্লা (৪০), গাজীউল (৩০), কালু মিয়া (৩৫), আব্দুল হাই (৪০), হুজুর মোল্লা (৫৫), মোতালেব (৫৫), তায়েজ (৫০), আশরাফ (৬০), মিজান প্রামানিক (৪৫), ইয়াসিন (৫৫) সহ অন্তত ২০ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ জনকে আটক করে।
×