ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা

প্রকাশিত: ২৩:৩৪, ২০ জানুয়ারি ২০২২

বৈশ্বিক বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রধান প্রধান বিমান সংস্থা তাদের যুক্তরাষ্ট্রগামী বিমানের ফ্লাইটের এবং বিমানবন্দরে থাকা উড়োজাহাজের সময়সূচী পুনরায় নির্ধারণ অথবা বাতিল করছে। দেশটিতে ফাইভ-জি সেবা চালু ঘিরে বিমানের সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে বৈশ্বিক বিমান চলাচলে এই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। খবর আলজাজিরা অনলাইনের। যদিও যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবা চালু করতে যাওয়া দেশটির দুই সংস্থা এটিএ্যান্ডটি এবং ভেরাইজন বলছে, তাদের এই সেবা কার্যক্রমের কিছু অংশ পিছিয়ে দেয়া হবে। ফাইভ-জি সেবা চালু হলে তা বিমানগুলোকে উচ্চতা পরিমাপে বাধার মুখোমুখি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে দ্য ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে কিছু বিমানের অবতরণের সময় এই উচ্চতা পরিমাপ অত্যন্ত জরুরী। বিমান সংস্থাগুলো বলছে, বোয়িং-৭৭৭ ও ৭৪৭-৮ মডেলের উড়োজাহাজগুলো ফাইভ-জি সেবার ক্ষতির মুখে রয়েছে। বিমানবন্দরের কাছে ফাইভ-জি সেবা চালু স্থগিত রাখবে বলে এটিএ্যান্ডটি এবং ভেরাইজন ঘোষণা দেয়া সত্ত্বেও বিশ্বের প্রধান কয়েকটি এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল অথবা উড়োজাহাজের মডেল বদল করেছে। এর আগে, মঙ্গলবার শেষ রাতের দিকে এফএএ তাদের নির্দেশনা হালনাগাদ করেছে। এতে কোন কোন বিমানবন্দর এবং কোন মডেলের উড়োজাহাজের ওপর ফাইভ-জি সেবার প্রভাব পড়বে তা জানানো হয়েছে। বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজের বিশ্বের বৃহত্তম পরিবহন সংস্থা দুবাই এমিরেটস বলছে, যুক্তরাষ্ট্রে ফাইভ-জি পরিষেবা চালুর নির্ধারিত সময় ১৯ জানুয়ারি থেকে তারা দেশটির অন্তত ৯টি গন্তব্যে বিমান চলাচল স্থগিত করবে। তবে দেশটির নিউইয়র্কের জন এফ কেনেডি, লসএঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে এমিরেটস।
×