ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ১১

প্রকাশিত: ২৩:৩১, ২০ জানুয়ারি ২০২২

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় পিতা-পুত্রসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে বুধবার খাগড়াছড়িতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে পিতা-পুত্র নিহত হয়েছেন। অন্যদিকে যশোরে পৃথক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন, নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু, হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক, কুষ্টিয়ায় এক বৃদ্ধা, মুন্সীগঞ্জে লড়ির ধাক্কায় বাসের এক নারী যাত্রী ও টঙ্গীতে অটোরিক্সার চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত দুইজন পিতা-পুত্র। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাহাড়ে ধাক্কা দেয়। তাতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত দুইজন হলেন- জেলার মানিকছড়ির হাজীপড়ার বাসিন্দা খগেন্দ্র মজুমদারের ছেলে জীবন মজুমদার (৫০) এবং তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। যশোর ॥ যশোর-ঝিনাইদহ সড়কে বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র শহিদুল ইসলাম (৫০) ও মেহেরপুর সদর উপজেলার শালিখা গ্রামের মুনসুর আলীর পুত্র আব্দুল জব্বার (৩০)। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের এনায়েতপুর-সায়দাবাদ আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী জামাল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া বুধবার হাসপাতালে চিকিৎসাধীন এক কন্যা শিশুও নিহত হয়েছে। এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে। এছাড়া দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। নীলফামারী ॥ ডোমার উপজেলার পাঙ্গাচৌপতি এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় পাঁচ বছরের শিশু সায়মা আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মেলা পাঙ্গা ফকিরপাড়ার সবদের আলী ও আয়শা বেগম দম্পতির মেয়ে। এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ব¡র এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক রবিউল আহম্মেদ (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং চালকের সহকারী মাহবুব আলম (২৫) আহত হয়েছেন। নিহত রবিউল টাঙ্গাইল জেলার সাগর দি এলাকার মুসলেম আহম্মেদের ছেলে। আহত মাহবুব আলম একই এলাকার ফারুক আলমের ছেলে। কুষ্টিয়ার ॥ দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী বাগুয়ান গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনোয়ারা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে থেমে থাকা মিনিবাসকে পিছন থেকে সিমেন্ট বোঝাই লরি ধাক্কা দিলে বাস খাদে পড়ে গিয়ে এক নারী যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। নিহত নারী শ্রমিকের নাম জিননাহার বেগম (৩৩)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। গাজীপুর ॥ টঙ্গী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে রাস্তা পারাপারের সময় অটোরিক্সার চাপায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। টঙ্গী আউচপাড়া সফিউদ্দিন সরকার রোডে মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আবদুল্লাহ (১০)। বাবার নাম আবদুল মজিদ।
×