ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মা ও দুগ্ধপোষ্য শিশুর সুরক্ষায় শায়েস্তাগঞ্জ জংশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন

প্রকাশিত: ২১:২১, ১৯ জানুয়ারি ২০২২

মা ও দুগ্ধপোষ্য শিশুর সুরক্ষায় শায়েস্তাগঞ্জ জংশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ রেলওয়ের পূর্বাঞ্চলের অন্যতম জংশন শায়েস্তাগঞ্জ। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত। ব্যস্ততম এ জংশনে প্রতিদিন শত শত ট্রেন যাত্রীর পদচারণ হয়। এখান থেকে যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। শতাধিক বছরের পুরনো এ জংশনে নেই ব্রেস্ট ফিডিং কর্ণার। এতে করে অনেক সময় দুগ্ধপোষ্য শিশু সন্তান নিয়ে মায়েরা বিড়ম্বনায় পড়েন। বিষয়টি নজরে আসে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের। অবশেষে তাঁর আন্তরিক প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) বিকেলে জংশনের ১নং প্লাটফর্মে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, ডা. মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, জংশনের স্টেশন মাস্টার মোঃ আবুল খায়ের চৌধুরী, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। এ বিষয়ে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই রেলপথে ১২টি আন্তঃনগর ট্রেনের সবগুলো ট্রেনই এখানে যাত্রা বিরতি দেয়। এখান দিয়ে যাতায়াত করা যাত্রীদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং কর্ণারটি স্থাপন করা হয়েছে। আমরা আশা করছি ট্রেন দিয়ে যাতায়াতকারী দুগ্ধপোষ্য শিশুর মায়েরা এর সুফল ভোগ করবে। মা ও দুগ্ধপোষ্য শিশুর সুরক্ষায় এ কর্ণার উদ্বোধন করায় ইউএনও মোঃ মিনহাজুল ইসলামের প্রশংসা করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সুজন পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীসহ তৃণমূল পর্যায়ের লোকেরা।
×