ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহামেডান সমর্থকদের ভালবাসায় সিক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার কোহিনুর

প্রকাশিত: ১৯:১২, ১৯ জানুয়ারি ২০২২

মোহামেডান সমর্থকদের ভালবাসায় সিক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার কোহিনুর

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা উইঙ্গার কোহিনুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ ‘মহাপাগল’। সাবেক এই ফুটবলার দীর্ঘদিন মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করা স্বর্ণালী সময়ের এই তারকা সম্প্রতি দেশে এসেছেন। এরপর মোহামেডান সমর্থকদের ভালবাসায় সাড়া দিয়ে জমজমাট আড্ডায় মিলিত হন। সেই আড্ডায় সাবেক তারকা ফুটবলার কোহিনুরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়েছে। রাজধানীর অভিজাত এক হোটেলে হওয়া অনুষ্ঠানে দেশের ফুটবলের অতীত ও বর্তমান নিয়ে স্মৃতিময়, গঠনমূলক আলোচনা হয়। অনুষ্ঠান আলোকিত করতে উপস্থিত হয়েছিলেন এক সময় কোহিনুরের সাথে খেলা জাতীয় দলের ও মোহমেডানের সাবেক তারকা ফুটবলার বড় ইউসুফ এবং স্বপন দাশ। এছাড়া জাতীয় ফুটবলে রংপুর জেলা দলে এক সঙ্গে খেলা জাতীয় দল ও ঢাকা আবাহনীর সাবেক তারকা ফুটবলার কাজী আনোয়ার উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে ফুটবলের সোনালী সময়ের মধুময় স্মৃতিচারণ উঠে আসে। সত্তর ও আশির দশকে নান্দনিক ফুটবলশৈলী উপহার দিয়ে সবার নজর কেড়েছিলেন কোহিনুর। ১৯৮২ সালের দিল্লী এশিয়াডের বাংলাদেশ জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। মোহামেডানের হয়ে ১৯৮১ সালে ফেডারেশন কাপ, ১৯৮২ সালে লীগ শিরোপা জয়ের স্বাদ পান। এছাড়া আরও অনেক সাফল্য পেয়েছেন কোহিনুর। সেই কোহিনুরকে দীর্ঘদিন পর কাছে পেয়ে স্মৃতির পসরা সাজিয়ে বসেন মোহামেডানের মহাপাগল ভক্ত-সমর্থকরা। অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ মহাপাগলের পক্ষ থেকে কোহিনুরের হাতে স্মারক উপহার তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন সামি। এছাড়া মহাপাগলের ব্যানারে সদ্য প্রকাশিত ‘রূপকথার মোহমেডান-আবাহনী’ বইটি কোহিনুরের হাতে তুলে দেন মহাপাগল সদস্য সাজ্জাদ কাদির ও শাহজাহান সাজু। অনুষ্ঠানে ছবি সংগ্রাহক নাজমুল আমিন কিরণের সংগ্রহের কোহিনুরের শতাধিক ছবি সম্বলিত দুর্লভ ফটো এ্যালবাম কোহিনুরের হাতে তুলে দেন সাবেক খ্যাতিমান ফুটবলার কাজী আনোয়ার। আর সাবেক তারকা কোহিনুর নিজেই সম্মানিত করেন মহাপাগলের প্রতিষ্ঠাতা টি ইসলাম তারিককে। তিনি সখের হাতঘড়ি মোহামেডানের নিবেদিতপ্রাণ ভক্ত টি ইসলাম তারিককে উপহার দিয়ে নিজ হাতে পড়িয়ে দেন। মোহামেডানের মহাপাগলদের এমন ভালবাসায় মুগ্ধ বনে যাওয়া কোহিনুর অনুষ্ঠানে আবেগাল্পুত হয়ে পড়েন। ভক্তদের এমন ভালবাসার ভূয়সী প্রশংসা করে কোহিনুর বলেন, ‘প্রিয় দল মোহামেডানের চরম ব্যর্থতার মাঝেও প্রতিনিয়ত ঢাকা ও দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে মাঠে বসে খেলা দেখেন মহাপাগলের সদস্যরা। দলের ভালর জন্য প্রতিনিয়ত বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচলনা করছেন ভক্তরা। এই সময়ে এমন ভালবাসা সত্যিই বিরল। মহাপাগলদের জন্যই আজও আমরা স্মৃতিতে বেঁচে আছি, সম্মানিত হচ্ছি। এটা সাবেক ফুটবলারদের কাছে কত বড় পাওয়া তা বোঝানো যাবেনা। আমি রীতিমত মুগ্ধ এবং অবাকও হই মহাপাগল সমর্থকবৃন্দের মোহামেডান নিয়ে ভালবাসা দেখে। ধন্যবাদ সকল মহাপাগল সমর্থকবৃন্দকে।’
×