ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন রুপে সাজাবে জবির টিএসসি

প্রকাশিত: ১৯:১২, ১৯ জানুয়ারি ২০২২

নতুন রুপে সাজাবে জবির টিএসসি

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে বন্ধ হওয়া জবির টিএসসি নতুন রুপে গড়ে তোলা হবে। সেখানে সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য থাকবে মনোরম পরিবেশে বসার ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বহিরাগতদের প্রবেশেও থাকবে নিষেধাজ্ঞা। থাকবে সুনির্দিষ্ট দোকান। বুধবার জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী জনকণ্ঠকে এসব তথ্য জানান। জবি ছাত্রলীগের সভাপতি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে নতুন করে গড়ার প্রচেষ্টা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। টিএসসিকে সুন্দর ও পরিচ্ছন্ন করে সাজানো হবে। সুনির্দিষ্ট দোকান থাকবে, থাকবে শিক্ষক-শিক্ষার্থীর জন্য মনোরম বসার জায়গা। জানা যায়, এর আগে টিএসসিতে ছিলো চা, ভাজা-পোড়া, ভাত-মাছের দোকান সহ মোট ২২ টি দোকান। বেশিরভাগ দোকানেই ছিলোনা শিক্ষার্থীদের বসার জন্য সুব্যবস্থা। পরিবেশন করা হতো নি¤œমানের খাবার। চলতি মাসের ১ জানুয়ারি জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর জবি ছাত্রলীগের নাম ভাঙিয়ে টিএসসি এবং আশেপাশের দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে। কিন্তু তারা কেউ জবি ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি জবি শাখা ছাত্রলীগের সভাপতির। জবি ছাত্রলীগের কর্মী পরিচয়ে বিভিন্ন লোক টিএসসিতে চাঁদাবাজি করে থাকে একারণে টিএসসি বন্ধ ঘোষণা করে জবি ছাত্রলীগ। জবির বেশিরভাগ শিক্ষার্থীই টিএসসির বিভিন্ন দোকান থেকে খাবার খেতেন। টিএসসি বন্ধে ভোগান্তি বেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। দোকানীর কপালে চিন্তার ভাজ। একমাত্র ক্যাফেটিরিয়া সামাল দিতে পারছেনা শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাবারের চাপ। এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে পারবেনা। ছাত্রলীগের কেউ চাঁদাবাজি করতে পারেনা। আমরা শিক্ষার্থীদের জন্য টিএসসিতে বসার মনোরম পরিবেশ গড়ে তুলব। যেখানে সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে বসে আড্ডা দিতে পারবে।
×